Ajker Patrika

অভ্যন্তরীণ রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

নিজস্ব প্রতিবেদক, পাঁচলাইশ (চট্টগ্রাম) 
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৩: ৩১
অভ্যন্তরীণ রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে বিমান

অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের সুবিধার্থে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন অভ্যন্তরীণ রুটে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে দৈনিক ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে দুটি, রাজশাহীতে একটি এবং বরিশালে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যেকোনো সেলস অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্সি অথবা বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসে, বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড AMEX বা কার্ডের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন।

আজ বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১ জুলাই বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল।

তাহেরা খন্দকার বলেন, আগের বাতিলকৃত ফ্লাইটের টিকিটধারী সব যাত্রী এই টিকিটের মাধ্যমে কোনো ধরনের অতিরিক্ত চার্জ ছাড়াই পরবর্তী সময়ে (আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন।

বিস্তারিত তথ্য জানতে বিমান ওয়েবসাইট ও কল সেন্টার : ০১৯৯০ ৯৯৭ ৯৯৭–এ যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত