নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘আমাকে যদি আজকে বলা হয়, আপনি বিদেশি নাগরিক; তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে, আপনি বিদেশি নাগরিক।’ আজ বুধবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক এক মন্তব্যের পর খলিলুর রহমানের এই বক্তব্য এল। সালাহউদ্দিন আহমদ সম্প্রতি এক সমাবেশে খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেছেন এবং এখনো সেখানে তাঁর বসবাসের সম্পর্ক রয়েছে, তিনি কীভাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান? তাঁর আসল পরিচয় কী, তা জনগণের জানার অধিকার রয়েছে।
সালাহউদ্দিনের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক পরিসরে বিতর্ক সৃষ্টি হয়। খলিলুর রহমান ‘বিদেশি নাগরিক’ বলে পক্ষে-বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। তিনি নিজে আজ সংবাদ সম্মেলনে সরাসরি প্রতিক্রিয়া জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সঙ্গে, কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই—আমি একমাত্র বাংলাদেশের নাগরিক।’
তিনি আরও বলেন, ‘আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না, প্লিজ। আর কেউ যদি কিছু বলতে চান, তাহলে তার প্রমাণ দিতে হবে। ঢিল ছুড়বেন, বুঝেশুনে ছুড়বেন—সেই ঢিল কিন্তু অন্যের ওপরও পড়তে পারে।’
খলিলুর রহমানের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম টেনে আনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মামলার কারণে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়।
নাগরিকত্ব নিয়ে ওঠা বিতর্কের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘আমাকে যদি আজকে বলা হয়, আপনি বিদেশি নাগরিক; তাহলে তো কালকে তারেক রহমানকে বলা হবে, আপনি বিদেশি নাগরিক।’ আজ বুধবার বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক এক মন্তব্যের পর খলিলুর রহমানের এই বক্তব্য এল। সালাহউদ্দিন আহমদ সম্প্রতি এক সমাবেশে খলিলুর রহমানের বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সালাহউদ্দিন আহমদ দাবি করেন, একজন ব্যক্তি যিনি দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেছেন এবং এখনো সেখানে তাঁর বসবাসের সম্পর্ক রয়েছে, তিনি কীভাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পান? তাঁর আসল পরিচয় কী, তা জনগণের জানার অধিকার রয়েছে।
সালাহউদ্দিনের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন রাজনৈতিক পরিসরে বিতর্ক সৃষ্টি হয়। খলিলুর রহমান ‘বিদেশি নাগরিক’ বলে পক্ষে-বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। তিনি নিজে আজ সংবাদ সম্মেলনে সরাসরি প্রতিক্রিয়া জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ছাড়া আমার আর কোনো দেশের পাসপোর্ট নেই। আমি আমেরিকায় থেকেছি পরিবারের সঙ্গে, কিন্তু সেখানকার কোনো পাসপোর্ট আমার নেই। বাংলাদেশ ছাড়া আমার আর কোনো পরিচয় নেই—আমি একমাত্র বাংলাদেশের নাগরিক।’
তিনি আরও বলেন, ‘আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না, প্লিজ। আর কেউ যদি কিছু বলতে চান, তাহলে তার প্রমাণ দিতে হবে। ঢিল ছুড়বেন, বুঝেশুনে ছুড়বেন—সেই ঢিল কিন্তু অন্যের ওপরও পড়তে পারে।’
খলিলুর রহমানের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম টেনে আনা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। মামলার কারণে যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আজ সোমবার (৪ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেক্ষমতার অপব্যবহার করে মিথ্যা হলফনামা দাখিল করে পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট নেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ আটজনের নামে মামলার অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, তাঁর নিজের নামে রাজধানীতে ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে
১ ঘণ্টা আগেরাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে শেখ হাসিনা ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নির্দেশ দিয়েছিলেন। এর পর থেকে আর চিকিৎসা হয়নি। তাঁকে অন্য হাসপাতালেও নিতে দেওয়া হয়নি। তারা চেয়েছিল, পা কেটে কারাগারে নিয়ে যেতে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ রেলপথে সাম্প্রতিক কয়েকটি ট্রেন দুর্ঘটনার পেছনে নাশকতার আশঙ্কা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। এসব ঘটনায় প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও, ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা ঘটানোর প্রচেষ্টা স্পষ্ট হয়েছে বলে জানিয়েছে তারা। আজ সোমবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকীর
২ ঘণ্টা আগে