Ajker Patrika

উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু ৪ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯: ২৩
উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু ৪ মে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চারটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ মে। 

আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান। 

জাহাংগীর আলম বলেন, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। দ্বিতীয় ধাপের ভোট ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে ও চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে। 
 
ইসি সচিব বলেন, আগামী সপ্তাহে বিস্তারিত তফসিল ও উপজেলার নাম জানানো হবে। দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুন মাসে। 

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। 

এদিকে আগামীকাল বুধবার উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ ও উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ সংশোধন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা সভাপতিত্ব করবেন। উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র দাখিল, নতুন রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ায় এসব দলের প্রতীক সংযোজনসহ বেশ কিছু কারণে এই সংশোধনের প্রয়োজন পড়ছে বলে ইসি সূত্রে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত