Ajker Patrika

বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরে আগুনের ঘটনায় কর্তৃপক্ষকে দায় খতিয়ে দেখতে বলল মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২০: ৩৬
বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরে আগুনের ঘটনায় কর্তৃপক্ষকে দায় খতিয়ে দেখতে বলল মানবাধিকার কমিশন

মৌলভীবাজারে জুড়ী উপজেলায় বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরে আগুন লেগে যাওয়ার ঘটনায় কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

বিদ্যুতের তার ছিঁড়ে বসতঘরে আগুন লেগে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন মারা যায়।
 
কামাল উদ্দিন আহমেদ বলেন, ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের নিচে একটি টিনের তৈরি বাড়ি কীভাবে বানানো হয়েছে, বিষয়টি কমিশনের বোধগম্য নয়। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল তা খতিয়ে দেখা প্রয়োজন।

সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটছে। এর জন্য যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। 

ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পল্লি বিদ্যুতায়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় কমিশন। 

কমিশন মনে করে, কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা, মানহীন সরঞ্জাম ব্যবহার এ ধরনের দুর্ঘটনা বৃদ্ধি করে। কার্যকর নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত