নিজস্ব প্রতিবেদক , ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী আজ জামিন পেয়েছে। আদালতের মাধ্যমে তারা জামিন পায়। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৬, রাজশাহী বিভাগে ১৫, খুলনা বিভাগে ৪, রংপুর বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন। তবে বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী গ্রেপ্তার নেই।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এসএমএসের মাধ্যমে এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ও এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের সহায়তা করার জন্য আইনজীবী নিয়োগ দেয়। ওই দিন তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে ঢাকার আদালত জামিন দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। এমন সিদ্ধান্তের পর গত দুই দিন জামিনের আবেদনগুলো করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গ্রেপ্তারকৃতদের মধ্যে আরও ৬৮ জন এইচএসসি পরীক্ষার্থী আজ জামিন পেয়েছে। আদালতের মাধ্যমে তারা জামিন পায়। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮, সিলেট বিভাগে ৬, রাজশাহী বিভাগে ১৫, খুলনা বিভাগে ৪, রংপুর বিভাগে ১২ এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন। তবে বরিশাল বিভাগে কোনো পরীক্ষার্থী গ্রেপ্তার নেই।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম এসএমএসের মাধ্যমে এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল শুক্রবার ঢাকায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ও এইচএসসি পরীক্ষার্থীদের জামিনের সহায়তা করার জন্য আইনজীবী নিয়োগ দেয়। ওই দিন তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে ঢাকার আদালত জামিন দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত যেসব ছাত্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে। এমন সিদ্ধান্তের পর গত দুই দিন জামিনের আবেদনগুলো করা হয়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
১৪ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে