নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রোজায় মানুষকে স্বস্তি দিতে ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দেশের চারটি বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দাম নির্ধারণ করা হয়। কোম্পানিভেদে ১৯০-১৯৫ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়েছে, যা ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২২০ টাকার বেশি হবে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আজকের পত্রিকাকে বলেন, কোম্পানি পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৯৫ টাকায় বিক্রি করতে পারবে। আর খুচরা পর্যায়ে সর্বোচ্চ ২২০ টাকা বিক্রি হবে। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে তাদের রসিদ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়েন্দা সংস্থা ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সারা দেশে পাইকারি পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২২০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তা হাত বদল হয়ে ভোক্তা পর্যায়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও আরও বেশি দামেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এ কারণে কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডকে ডাকা হয়। সর্বশেষ পাইকারি পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিকেজি মুরগির দাম ৩০-৪০ টাকা কমে আসবে বলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান।
ভোক্তা অধিদপ্তর জানায়, বাজারে ব্রয়লার মুরগি অস্বাভাবিক দামে বিক্রি হওয়ায় চার কোম্পানিকে কারণ দর্শানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুরে ডাকা হয়। পরে তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে দাম বেঁধে দেওয়া হয়। খুচরা পর্যায়ে প্রতিকেজি মুরগি ২০০ টাকার বেশি হওয়ার কোনো কারণ নেই। কোম্পানিগুলো প্রতিকেজি ব্রয়লার মুরগি ২৩০ টাকায় বিক্রি করেছে। আগামীকাল শুক্রবার থেকে তাঁরা প্রতিকেজি মুরগি ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে।
সফিকুজ্জামান বলেন, কোম্পানিগুলোকে বলা হয়েছে, কোনো খাতে সরকার বেশি হস্তক্ষেপ করবে না বরং সহযোগিতা করবে। কিন্তু বাড়তি দামে বিক্রি হলে তা মেনে নেওয়া হবে না। এ কারণে কোম্পানিগুলো দাম কমাতে রাজি হয়েছে। মিলগেট থেকে দাম নির্ধারিত হবে। হাতবদলে দাম কত বাড়ছে, সেটা দেখা হবে। বিষয়টি গোয়েন্দা সংস্থাও তদারকি করবে। এরপর কোনো সমস্যা হলে, সমাধান না হলে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে।
এ সময় কাজী ফার্ম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, ‘অনেক ভুল-বোঝাবুঝি হচ্ছে। এ জন্য ফার্মে দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাইরে অনেক হাতবদল হয়। তারপর দাম কত হচ্ছে, সেটা ভোক্তা অধিদপ্তর দেখবে। সারা দেশে মুরগি উৎপাদনে ঘাটতি হয়েছে। ৩০ বছরের ব্যবসায় এমন অবস্থা কখনো দেখা যায়নি। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। চার কোম্পানি নির্ধারিত দামে বিক্রি করবে।
সফিকুজ্জামান আরও বলেন, মার্কেট লিডারেরা এ দাম নির্ধারণ করেছেন। এতে বাজারে প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিকেলে রমজান উপলক্ষে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও চকবাজার ইফতারসামগ্রী ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইফতারি খোলা অবস্থায় বিক্রি বন্ধ, পরিবেশনকারীদের হ্যান্ড গ্লোভস ও ক্যাপ পরা, খাবার পরিবেশনে খবরের কাগজ ব্যবহার, খাবার তৈরিতে অনুনোমোদিত রং, পোড়া তেল, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, জিলাপিসহ ইফতারসামগ্রীতে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার না করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র, রান্নার জায়গা অস্বাস্থ্যকর যাতে না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এফবিসিসিআইয়ের পরিচালক, বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ সমিতির প্রতিনিধিরা, চকবাজারের বিভিন্ন ইফতারসামগ্রী বিক্রেতাসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রোজায় মানুষকে স্বস্তি দিতে ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দেশের চারটি বড় কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে দাম নির্ধারণ করা হয়। কোম্পানিভেদে ১৯০-১৯৫ টাকা বিক্রির সিদ্ধান্ত হয়েছে, যা ভোক্তা পর্যায়ে সর্বোচ্চ ২২০ টাকার বেশি হবে না বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক আজকের পত্রিকাকে বলেন, কোম্পানি পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি সর্বোচ্চ ১৯৫ টাকায় বিক্রি করতে পারবে। আর খুচরা পর্যায়ে সর্বোচ্চ ২২০ টাকা বিক্রি হবে। এর চেয়ে বেশি দামে বিক্রি হলে তাদের রসিদ যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গোয়েন্দা সংস্থা ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সারা দেশে পাইকারি পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি ২২০-২৩০ টাকায় বিক্রি হচ্ছে। তা হাত বদল হয়ে ভোক্তা পর্যায়ে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও কোথাও আরও বেশি দামেও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এ কারণে কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডকে ডাকা হয়। সর্বশেষ পাইকারি পর্যায়ে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম ১৯০-১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতিকেজি মুরগির দাম ৩০-৪০ টাকা কমে আসবে বলে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান।
ভোক্তা অধিদপ্তর জানায়, বাজারে ব্রয়লার মুরগি অস্বাভাবিক দামে বিক্রি হওয়ায় চার কোম্পানিকে কারণ দর্শানোর জন্য আজ বৃহস্পতিবার দুপুরে ডাকা হয়। পরে তাদের সঙ্গে কথা বলার একপর্যায়ে দাম বেঁধে দেওয়া হয়। খুচরা পর্যায়ে প্রতিকেজি মুরগি ২০০ টাকার বেশি হওয়ার কোনো কারণ নেই। কোম্পানিগুলো প্রতিকেজি ব্রয়লার মুরগি ২৩০ টাকায় বিক্রি করেছে। আগামীকাল শুক্রবার থেকে তাঁরা প্রতিকেজি মুরগি ১৯০-১৯৫ টাকায় বিক্রি করবে।
সফিকুজ্জামান বলেন, কোম্পানিগুলোকে বলা হয়েছে, কোনো খাতে সরকার বেশি হস্তক্ষেপ করবে না বরং সহযোগিতা করবে। কিন্তু বাড়তি দামে বিক্রি হলে তা মেনে নেওয়া হবে না। এ কারণে কোম্পানিগুলো দাম কমাতে রাজি হয়েছে। মিলগেট থেকে দাম নির্ধারিত হবে। হাতবদলে দাম কত বাড়ছে, সেটা দেখা হবে। বিষয়টি গোয়েন্দা সংস্থাও তদারকি করবে। এরপর কোনো সমস্যা হলে, সমাধান না হলে আমদানি উন্মুক্ত করে দেওয়া হবে।
এ সময় কাজী ফার্ম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান বলেন, ‘অনেক ভুল-বোঝাবুঝি হচ্ছে। এ জন্য ফার্মে দাম নির্ধারণ করে দেওয়া হবে। বাইরে অনেক হাতবদল হয়। তারপর দাম কত হচ্ছে, সেটা ভোক্তা অধিদপ্তর দেখবে। সারা দেশে মুরগি উৎপাদনে ঘাটতি হয়েছে। ৩০ বছরের ব্যবসায় এমন অবস্থা কখনো দেখা যায়নি। সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। চার কোম্পানি নির্ধারিত দামে বিক্রি করবে।
সফিকুজ্জামান আরও বলেন, মার্কেট লিডারেরা এ দাম নির্ধারণ করেছেন। এতে বাজারে প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিকেলে রমজান উপলক্ষে হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও চকবাজার ইফতারসামগ্রী ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইফতারি খোলা অবস্থায় বিক্রি বন্ধ, পরিবেশনকারীদের হ্যান্ড গ্লোভস ও ক্যাপ পরা, খাবার পরিবেশনে খবরের কাগজ ব্যবহার, খাবার তৈরিতে অনুনোমোদিত রং, পোড়া তেল, বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, জিলাপিসহ ইফতারসামগ্রীতে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার না করার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে নন-ফুড গ্রেড প্লাস্টিকের পাত্র, রান্নার জায়গা অস্বাস্থ্যকর যাতে না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, এফবিসিসিআইয়ের পরিচালক, বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ সমিতির প্রতিনিধিরা, চকবাজারের বিভিন্ন ইফতারসামগ্রী বিক্রেতাসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাকে গুলি করে হত্যাসহ আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনেক মামলা করা হয়েছে। এসব মামলায় এক হাজারের বেশি পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে এ পর্যন্ত সাবেক আইজিসহ পুলিশের ৬৩ জন সদস্য গ্রেপ্তার হয়ে
২ ঘণ্টা আগেআকাশে যেন দুর্যোগের মেঘ। বিপদ হেঁটে চলেছে পাশ ঘেঁষে, আর অল্পের জন্য রক্ষা পেয়ে যাচ্ছে বিমান। উড়ন্ত উড়োজাহাজে যেভাবে একের পর এক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
২ ঘণ্টা আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার
২ ঘণ্টা আগেফৌজদারি কার্যবিধির ৩২ ধারায় বর্ণিত বিচারিক ম্যাজিস্ট্রেটদের জরিমানার ক্ষমতা ব্যাপক বাড়ানো হয়েছে। এর ফলে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটরা আগের ১০ হাজার টাকার জায়গায় এখন ৫ লাখ টাকা জরিমানা করতে পারবেন। সংসদ অধিবেশন না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এরই মধ্যে ফৌজদারি কার্যবিধি
৫ ঘণ্টা আগে