নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছি এটা ঠিক। এর মধ্য দিয়ে আবার দেখা যায় মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা বানাবে, জঙ্গিবাদ করবে, সেগুলো দেখায়। এগুলো যদি আড়ি না পাতা যায় আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করব কীভাবে?’
আজ বৃহস্পতিবার ২১ তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের তথ্য আমরা পাব কীভাবে? কাজেই আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আড়িপাতা নিয়েও অনেকে কথা বলেন। কারণ টা কি। ঠিক কোন রহস্যের কথা বলবেন যেটা সরকার শুনে ফেললে সমস্যা হবে। সরকার শুনে না। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে। তার বেশি কিছু করে না। আর এটা আইনসিদ্ধ বলেই করা যায়। এটা সব দেশে আছে।’
রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘রমজানে খাদ্যের অভাব নেই। প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নম্বরি করে বাধা তাঁদের জন্য। রমজানে ছোলা, চিনি, খেজুর, ডাল ও তেল পর্যাপ্ত আছে। আরও কেনা হচ্ছে। ১৯ লাখ টন খাদ্য মজুত আছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকই দাবি করেন দেশের উন্নয়ন নাকি বড় বড় এনজিও, অনেক অর্থনীতিবিদ বা আতেলের কারণেই হয়েছে। এটা ঠিক নয়। একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাঁর সঙ্গে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে।
দারিদ্র্যের হার কমেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যদি রাজনৈতিক নেতৃত্ব দ্বারা না হয়, তাহলে এর আগে হলো না কেন? আগে তো দেখিনি এত দ্রুত দারিদ্র্য বিমোচন হয়। দারিদ্র্য বিমোচনের গালভরা বক্তব্য শুনেছি। কিন্তু ফলাফল দেখেনি। ফলাফল আওয়ামী লীগ দেখাতে পেরেছে।
একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ করেছি এটা ঠিক। এর মধ্য দিয়ে আবার দেখা যায় মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কীভাবে বোমা বানাবে, জঙ্গিবাদ করবে, সেগুলো দেখায়। এগুলো যদি আড়ি না পাতা যায় আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস দমন করব কীভাবে?’
আজ বৃহস্পতিবার ২১ তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিদের তথ্য আমরা পাব কীভাবে? কাজেই আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। আড়িপাতা নিয়েও অনেকে কথা বলেন। কারণ টা কি। ঠিক কোন রহস্যের কথা বলবেন যেটা সরকার শুনে ফেললে সমস্যা হবে। সরকার শুনে না। এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে। তার বেশি কিছু করে না। আর এটা আইনসিদ্ধ বলেই করা যায়। এটা সব দেশে আছে।’
রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি মানুষকে আশ্বস্ত করে বলেন, ‘রমজানে খাদ্যের অভাব নেই। প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নম্বরি করে বাধা তাঁদের জন্য। রমজানে ছোলা, চিনি, খেজুর, ডাল ও তেল পর্যাপ্ত আছে। আরও কেনা হচ্ছে। ১৯ লাখ টন খাদ্য মজুত আছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকই দাবি করেন দেশের উন্নয়ন নাকি বড় বড় এনজিও, অনেক অর্থনীতিবিদ বা আতেলের কারণেই হয়েছে। এটা ঠিক নয়। একমাত্র রাজনৈতিক সিদ্ধান্ত এবং তাঁর সঙ্গে অর্থনৈতিক পরিকল্পনা, যথাযথ নীতিমালা গ্রহণ এবং তা বাস্তবায়নের ফলেই উন্নয়ন সম্ভব হয়েছে।
দারিদ্র্যের হার কমেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যদি রাজনৈতিক নেতৃত্ব দ্বারা না হয়, তাহলে এর আগে হলো না কেন? আগে তো দেখিনি এত দ্রুত দারিদ্র্য বিমোচন হয়। দারিদ্র্য বিমোচনের গালভরা বক্তব্য শুনেছি। কিন্তু ফলাফল দেখেনি। ফলাফল আওয়ামী লীগ দেখাতে পেরেছে।
‘এক ঠিকানায় সকল নাগরিক সেবা’ স্লোগান নিয়ে এই সেবা আউটলেটের যাত্রা শুরু হয়েছে। এর মাধ্যমে কার্যকর সরকারি সেবা দিয়ে জনগণের ক্ষমতায়ন করা হবে। ওয়েবসাইটটিতে গিয়ে দেখা যায়, জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে বিদ্যুৎ বিল, বয়স্ক ভাতা, স্কুলে ভর্তি, জলবায়ু কর্মসূচির তথ্যও পাওয়া যাবে।
২৩ মিনিট আগেসেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এবং দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৬ মে থেকে দ্বৈত নাগরিকত্ব সনদের আবেদন শতভাগ অনলাইনে গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
১ ঘণ্টা আগেসব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
১১ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
১১ ঘণ্টা আগে