অনলাইন ডেস্ক
রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৬৭৮ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজারের বেশি ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন মধ্যরাত থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেপ্তারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন সারা দেশে সামগ্রিকভাবে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।
রাজধানীসহ সারা দেশে যৌথ বাহিনীর অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে আজ বুধবার বিকেল পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. ইনামুল হক সাগর এই তথ্য জানান।
ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৬৭৮ জনকে এবং মামলা ও পরোয়ানার অভিযোগে ১ হাজার ১২ জনসহ মোট ১ হাজার ৬৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা, ভাঙচুর, সহিংসতাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়া অনেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে শুরু হয় ‘অপারেশন ডেভিল হান্ট’। ১০ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ হাজারের বেশি ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিন মধ্যরাত থেকে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসারের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট শুরু করে। যাঁদের বিরুদ্ধে মামলা, পরোয়ানা রয়েছে তাঁদের গ্রেপ্তারের পাশাপাশি যাঁরা চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাঁদেরও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে প্রথম দিন ৯ ফেব্রুয়ারি ডেভিল হান্টে গ্রেপ্তারের আলাদা কোনো পরিসংখ্যান দেয়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন সারা দেশে সামগ্রিকভাবে গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩০৮ জনকে।
দক্ষিণ কোরিয়া থেকে ৬৫৮ কোটি টাকায় কেনা ডিজেলচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৪৭টি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এগুলোর ডিসপ্লে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ঘোষণা শুনতে পাচ্ছে না যাত্রীরা। এ কারণে ডিসপ্লে, পিআইএস, কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই।
২ ঘণ্টা আগেপারস্পারিক সামরিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে সৌদি আরব ও বাংলাদেশ। মঙ্গলবার (০৬ মে) সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভায় এই ঐক্যমত্য হয়।
৪ ঘণ্টা আগেমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকার যোগাযোগ স্থাপন করায় অসন্তুষ্টি প্রকাশ করে দেশটির সামরিক সরকার। তবে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানোসহ সীমান্তের অন্যান্য বাস্তবতা বিবেচনায় রেখে জান্তার অসন্তুষ্টি আমলে না নিচ্ছেনা বাংলাদেশ।
৪ ঘণ্টা আগেভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের এ কথা জানান।
৫ ঘণ্টা আগে