নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর মেয়ে ও কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা, সাবেকমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনুসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। সংস্থাটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার, আজিজা বাহার, তাহসিনা বাহার সূচনা এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। পাশাপাশি তাঁদের পরিচালিত কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইয়ার্স লিমিডেটসহ এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত রাখার কথা বলা হয়েছে। সময় প্রয়োজনে বাড়তে পারে। নির্দেশনায় আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
অপর চিঠিতে বলা হয়, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
নির্দেশনায় স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণীর তথ্য দুই কার্যদিবসের মধ্যে চেয়েছে সংস্থাটি।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর মেয়ে ও কুমিল্লা সিটির সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা, সাবেকমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, হাসানুল হক ইনুসহ ১৫ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে ব্যাংকগুলোকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। সংস্থাটির একজন উর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়, কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার, আজিজা বাহার, তাহসিনা বাহার সূচনা এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। পাশাপাশি তাঁদের পরিচালিত কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লাইয়ার্স লিমিডেটসহ এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। আগামী ৩০ দিনের জন্য এসব হিসাব স্থগিত রাখার কথা বলা হয়েছে। সময় প্রয়োজনে বাড়তে পারে। নির্দেশনায় আ ক ম বাহাউদ্দীন বাহার, তাঁর স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার, তাহসিন বাহার এবং তাঁর স্বামী সাইফুল আলম রনির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য উল্লেখ করা হয়েছে।
অপর চিঠিতে বলা হয়, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, যশোর-৩ আসনের সাবেক সংসদ কাজী নাবিল আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যক্তির পরিচালিত প্রতিষ্ঠানগুলোও ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
নির্দেশনায় স্থগিত এসব হিসাবের তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, গ্রাহকের পূর্ণাঙ্গ পরিচিতির (কেওয়াইসি) তথ্য ও লেনদেন বিবরণীর তথ্য দুই কার্যদিবসের মধ্যে চেয়েছে সংস্থাটি।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১১ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৩ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৪ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১০ ঘণ্টা আগে