Ajker Patrika

ব্যালট ছাড়া সব নির্বাচনী উপকরণ মাঠ পর্যায়ে পাঠাল ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৮: ৩৪
ব্যালট ছাড়া সব নির্বাচনী উপকরণ মাঠ পর্যায়ে পাঠাল ইসি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষে ব্যালট পেপার ছাড়া সব নির্বাচনী উপকরণ মাঠ পর্যায়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গতকাল শুক্রবার ও আজ শনিবার ৯ ধরনের উপকরণ পাঠানোর মধ্যে দিয়ে ব্যালট ছাড়া সকল নির্বাচনী উপকরণ মাঠ পর্যায়ে পাঠানোর কাজটি সম্পন্ন হয়েছে বলে ইসি কর্মকর্তারা জানিয়েছেন। 

এগুলোর মধ্যে রয়েছে—অমোচনীয় কালী, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং গাড়ির স্টিকার। 

এর আগে গত ১০ নভেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে ব্যালট বাক্স, ব্যালট বাক্সের ঢাকনা ও লক, বিভিন্ন ধরনের সিল, স্ট্যাম্প, সিল, বিভিন্ন ধরনের ব্যাগ, কাগজ, প্যাড, রশি ইত্যাদি পাঠানো হয়। 

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, প্রার্থিতা প্রত্যাহারের পর ব্যালট পেপার ছাপানো শুরু হবে। এবার আপিল শুনানি শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ২৬০ জনে। এই সংখ্যা কিছুটা কমতে, বাড়তে পারে। 

তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত