অনলাইন ডেস্ক
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আপিলের শুনানি চলছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি হয়।
খালেদা জিয়ার পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়েছে।
বুধবার খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানিতে জয়নুল আবেদীন বলেন, এই মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো এভিডেন্স, কোনো আলামত ছিল না। তিনি এতিমের টাকা আত্মসাৎ করেছেন—এ কথা বলে এত বছর তাঁকে অপদস্থ করা হয়েছে। তিনি শুধু কারাগারেই ছিলেন না, চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। জয়নুল আবেদীন আপিল মঞ্জুর করে হাইকোর্টের রায় বাতিলের আবেদন জানান।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। তিনিও আপিল মঞ্জুরের আবেদন জানান।
গত মঙ্গলবার আপিলের শুনানি শুরু হয়। এই মামলার রায়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন বিচারিক আদালত। এই রায়ের বিরুদ্ধে তিনি এবং সাজা বাড়াতে দুদক হাইকোর্টে আপিল করে। শুনানি শেষে ওই বছরের ৩০ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে ১০ বছর করেন। এই রায়ের বিরুদ্ধে তাঁর করা লিভ টু আপিল গত ১১ নভেম্বর মঞ্জুর হয়। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।
এতিমদের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই এই মামলা করে দুদক।
মানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৩৬ মিনিট আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৭ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৭ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৮ ঘণ্টা আগে