Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকে শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭: ৩১
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসানের জনস্বার্থে করা রিটের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ এই রুল জারি করেন।

রিট আবেদনের পক্ষে আইনজীবী মাহমুদুল হাসান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন-ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠার বিষয়ে চার সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

আইনজীবী মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশের দুই ধরনের ব্যাংকিং সিস্টেম চালু আছে। সুদ ভিত্তিক এবং ইসলামী শরিয়াহভিত্তিক। বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী জনগণ তাদের ধর্ম পালনের অংশ হিসেবে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে লেনদেন করে থাকেন। ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো ইসলামী বিভাগ নেই। তাই বাংলাদেশ ব্যাংক শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে যথাযথ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ ব্যাংকে স্বতন্ত্র ইসলামিক ডিপার্টমেন্ট ও শরিয়াহ বোর্ড প্রতিষ্ঠা করতে রিট করেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত