নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুক্তিযুদ্ধের বয়ান (ইতিহাস) নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য।’
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘আমাদের স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধ: রাজনীতি ও গবেষণার চ্যালেঞ্জ’ শীর্ষক স্মারক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাসভিত্তিক বইয়ের সংখ্যা অনেক কম জানিয়ে রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই থাকলেও বেশির ভাগ স্মৃতিকথা। এসব বইয়ের বয়ানগুলো খণ্ডিত। কিন্তু যেকোনো দেশের স্বাধীনতাযুদ্ধের পর ধারণা করা হয়, অনেকগুলো গবেষণাভিত্তিক বই হবে। যেগুলো সর্বজন গৃহীত হবে দেশে ও বিদেশে। আমাদের দেশে ওই ধরনের গবেষণামূলক লেখা খুবই কম।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির কারণে গবেষণাগুলো অনেক বাধাগ্রস্ত হয়। তথ্য-উপাত্ত জোগাড় করা অনেক কঠিন হয়ে যায়। পাকিস্তান হওয়ার পর গত ৭০ বছরে বেশির ভাগ সময় আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছিলাম না। গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকলে তখন সরকারকে নিয়ে সমালোচনামূলক কিছু লেখা কঠিন। গবেষণায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব পড়লে ইতিহাসের বয়ান বিতর্কিত হয়ে যায়।’
অধ্যাপক রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। এতে একেক সরকার একেকভাবে ইতিহাস লিখছে। ইতিহাসের নায়কেরাও পাল্টে যাচ্ছে। নতুন প্রজন্ম কয়েক বছর পর একেক রকম ইতিহাস পড়ে। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সারওয়ার আলী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি সারা যাকের। আর বক্তব্য দেন অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।
মুক্তিযুদ্ধের বয়ান (ইতিহাস) নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য।’
রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘আমাদের স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধ: রাজনীতি ও গবেষণার চ্যালেঞ্জ’ শীর্ষক স্মারক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাসভিত্তিক বইয়ের সংখ্যা অনেক কম জানিয়ে রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই থাকলেও বেশির ভাগ স্মৃতিকথা। এসব বইয়ের বয়ানগুলো খণ্ডিত। কিন্তু যেকোনো দেশের স্বাধীনতাযুদ্ধের পর ধারণা করা হয়, অনেকগুলো গবেষণাভিত্তিক বই হবে। যেগুলো সর্বজন গৃহীত হবে দেশে ও বিদেশে। আমাদের দেশে ওই ধরনের গবেষণামূলক লেখা খুবই কম।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির কারণে গবেষণাগুলো অনেক বাধাগ্রস্ত হয়। তথ্য-উপাত্ত জোগাড় করা অনেক কঠিন হয়ে যায়। পাকিস্তান হওয়ার পর গত ৭০ বছরে বেশির ভাগ সময় আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছিলাম না। গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকলে তখন সরকারকে নিয়ে সমালোচনামূলক কিছু লেখা কঠিন। গবেষণায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব পড়লে ইতিহাসের বয়ান বিতর্কিত হয়ে যায়।’
অধ্যাপক রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। এতে একেক সরকার একেকভাবে ইতিহাস লিখছে। ইতিহাসের নায়কেরাও পাল্টে যাচ্ছে। নতুন প্রজন্ম কয়েক বছর পর একেক রকম ইতিহাস পড়ে। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সারওয়ার আলী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি সারা যাকের। আর বক্তব্য দেন অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার ওপর বিশেষজ্ঞ পরামর্শ ও অংশীজন সম্পৃক্ততা সম্পন্ন না করে তড়িঘড়ি করে উপদেষ্টা পরিষদে অনুমোদনে গভীর উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
২২ মিনিট আগেবাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার ঘটনা সেনাসদস্যদের মনোবলে প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সেনাসদর।
৩ ঘণ্টা আগে