নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অবশেষে উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে বড় ‘ডাক বাক্স’। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ হলেও প্রায় দুই বছর পড়ে ছিল ডাক বাক্সের আদলে নির্মিত ডাক ভবন। রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আগারগাঁওয়ে ডাক ভবন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
নবনির্মিত ডাক ভবনটিতে আধুনিক পোস্টাল মিউজিয়াম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, সার্বক্ষণিক ওয়াই–ফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।
২০১৮ সালের ২০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ডাক বিভাগের জন্য অত্যাধুনিক একটি সদর দপ্তর নির্মাণের প্রকল্প অনুমোদন পায়। ব্যয় ধরা হয় ৯১ কোটি ৭৩ লাখ টাকা।
ভবনটি নির্মাণের আগে ডাক মন্ত্রণালয়ের ও বিভাগের ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু একই বছরের ৩০ মে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন ডাক বিভাগের সদর দপ্তর আগারগাঁও স্থানান্তর হলে গুলিস্তানের খালি জায়গাটিকে সবুজায়ন করা হবে। পল্টন, মতিঝিলসহ ওই এলাকার মানুষ সেখানে মন খুলে হাঁটতে পারে, নির্মল বাতাস পায়। প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পর থেকেই গুলিস্তানের জায়গাটি হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অনাগ্রহ শুরু হয় তাদের। ‘ইয়াস’
বর্তমানে ডাক বিভাগের সদর দপ্তর রাজধানীর গুলিস্তানে রয়েছে। যেটি জিপিও (জেনারেল পোস্ট অফিস) নামে সবাই চেনে। রাজধানীর জিরো পয়েন্টের কাছে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে এর অবস্থান। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর সেখানে যাত্রা শুরু করে ডাক অধিদপ্তর।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ঢাকা জিপিও প্রায় ৬০ বছরের পুরোনো হয়ে যাওয়ায় ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব ছিল না। কর্মকর্তাদের স্থান সংকটের কারণে দাপ্তরিক পরিবেশ ও গতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। প্রধানমন্ত্রীর অসামান্য আন্তরিকতায় উন্নত কর্মপরিবেশ ও প্রশাসনিক কাজে উদ্যম ও গতিশীলতা আনতে শেরে বাংলা নগরে ডাক অধিদপ্তরের সদর দপ্তর হিসেবে একটি স্বতন্ত্র ভবন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
ডাক অধিদপ্তরের জন্য ঐতিহাসিক এ মুহূর্ত স্মরণীয় রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দিন দীর্ঘদিনের স্মৃতি বয়ে চলা গুলিস্তানের জিপিও রাখার পক্ষে। তিনি জানান, পৌনে পাঁচ একরের বড় জায়গা ছেড়ে স্মারক হিসেবে একটি নির্দিষ্ট অংশ রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়েছে।
ঢাকা: অবশেষে উদ্বোধন হচ্ছে দেশের সবচেয়ে বড় ‘ডাক বাক্স’। ২০১৯ সালে নির্মাণকাজ শেষ হলেও প্রায় দুই বছর পড়ে ছিল ডাক বাক্সের আদলে নির্মিত ডাক ভবন। রাজধানীর আগারগাঁওয়ে আগামীকাল বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আগারগাঁওয়ে ডাক ভবন প্রান্তে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
নবনির্মিত ডাক ভবনটিতে আধুনিক পোস্টাল মিউজিয়াম, সমৃদ্ধ লাইব্রেরি, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা, সার্বক্ষণিক ওয়াই–ফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে বলে জানান মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা।
২০১৮ সালের ২০ মার্চ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ডাক বিভাগের জন্য অত্যাধুনিক একটি সদর দপ্তর নির্মাণের প্রকল্প অনুমোদন পায়। ব্যয় ধরা হয় ৯১ কোটি ৭৩ লাখ টাকা।
ভবনটি নির্মাণের আগে ডাক মন্ত্রণালয়ের ও বিভাগের ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু একই বছরের ৩০ মে একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন ডাক বিভাগের সদর দপ্তর আগারগাঁও স্থানান্তর হলে গুলিস্তানের খালি জায়গাটিকে সবুজায়ন করা হবে। পল্টন, মতিঝিলসহ ওই এলাকার মানুষ সেখানে মন খুলে হাঁটতে পারে, নির্মল বাতাস পায়। প্রধানমন্ত্রীর সেই নির্দেশের পর থেকেই গুলিস্তানের জায়গাটি হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। অনাগ্রহ শুরু হয় তাদের। ‘ইয়াস’
বর্তমানে ডাক বিভাগের সদর দপ্তর রাজধানীর গুলিস্তানে রয়েছে। যেটি জিপিও (জেনারেল পোস্ট অফিস) নামে সবাই চেনে। রাজধানীর জিরো পয়েন্টের কাছে প্রায় পাঁচ একর জায়গাজুড়ে এর অবস্থান। ১৯৭১ সালের ২০ ডিসেম্বর সেখানে যাত্রা শুরু করে ডাক অধিদপ্তর।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ঢাকা জিপিও প্রায় ৬০ বছরের পুরোনো হয়ে যাওয়ায় ভবনটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্ভব ছিল না। কর্মকর্তাদের স্থান সংকটের কারণে দাপ্তরিক পরিবেশ ও গতিশীলতা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল। প্রধানমন্ত্রীর অসামান্য আন্তরিকতায় উন্নত কর্মপরিবেশ ও প্রশাসনিক কাজে উদ্যম ও গতিশীলতা আনতে শেরে বাংলা নগরে ডাক অধিদপ্তরের সদর দপ্তর হিসেবে একটি স্বতন্ত্র ভবন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।
ডাক অধিদপ্তরের জন্য ঐতিহাসিক এ মুহূর্ত স্মরণীয় রাখতে একটি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন বলে আশা করা হচ্ছে।
ডাক বিভাগের মহাপরিচালক সিরাজ উদ্দিন দীর্ঘদিনের স্মৃতি বয়ে চলা গুলিস্তানের জিপিও রাখার পক্ষে। তিনি জানান, পৌনে পাঁচ একরের বড় জায়গা ছেড়ে স্মারক হিসেবে একটি নির্দিষ্ট অংশ রাখার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে জানানো হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৬৬৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৪৬৮ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৩৭ জনকে।
১১ ঘণ্টা আগেপুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১১ ঘণ্টা আগে১৮৬১ সালের পুলিশ আইনেই গন্ডগোল আছে উল্লেখ করে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেছেন, সংস্কার কমিশন পুলিশের বিষয়ে বলছে অনেক বিষয় পরীক্ষা–নিরীক্ষা দরকার। পরীক্ষা-নিরীক্ষা যদি দরকার হয়, তাহলে এই সংস্কার কমিশনের কী দরকার। অথচ গন্ডগোল ১৮৬১ সালের পুলিশ আইনে। তা নিয়ে সংস্কার কমিশন কিছু বলছে না।
১৩ ঘণ্টা আগেআজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
১৫ ঘণ্টা আগে