Ajker Patrika

তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে দেশ: আদিলুর রহমান খান

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৫৭
তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে দেশ: আদিলুর রহমান খান

বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিজিএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন।

ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ তারুণ্য ও নতুন দিনের দিকে তাকিয়ে আছে। আজকের সমাবর্তনের গ্র্যাজুয়েটবৃন্দের এই অর্জন ও সাধনা দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করবে, যারা আপনাদের দিকে তাকিয়ে আছে। বাংলাদেশ শ্রমজীবী, কর্মজীবী মানুষের অধিকার আদায়ের জন্য নিশ্চয়ই আজকের সমাবর্তনে উপস্থিত গ্র্যাজুয়েটবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বিইউএফটির ছাত্র শহীদ সেলিম তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘বাংলাদেশ জুলাই মাসে বদলে গেছে। ৫ আগস্টের পরে তারুণ্যের কারণে এটা নতুন বাংলাদেশ। বাংলাদেশের তরুণ সমাজ পথ দেখিয়েছে কীভাবে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজকের এই শিক্ষার্থীরা সেই পথের দিশারি। বাংলাদেশ আর কখনো তার আগের জায়গায় ফেরত যাবে না।’

সমাবর্তনে বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইয়াংওন করপোরেশনের চেয়ারম্যান কিয়াক সুং (Kihak Sung)। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান বলেন, ‘বিইউএফটির স্নাতকেরা তাদের শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে দেশের গার্মেন্টস সেক্টরকে বিশ্ববাজারে শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আয়ূব নবী খান সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান। এবারের সমাবর্তনে ২ হাজার ৭৩১ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন এবং ৩২৮ জন শিক্ষার্থী পোস্টগ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন।

বিইউএফটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা
বিইউএফটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। ছবি: আজকের পত্রিকা

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত