Ajker Patrika

প্রতিমন্ত্রীরাও মন্ত্রিসভা কমিটিতে ক্রয় প্রস্তাব পাঠাতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১৬
প্রতিমন্ত্রীরাও মন্ত্রিসভা কমিটিতে ক্রয় প্রস্তাব পাঠাতে পারবেন

মন্ত্রীদের পাশাপাশি প্রতিমন্ত্রীরাও এখন থেকে মন্ত্রণালয়ের কেনাকাটার ফাইল অনুমোদন দিয়ে তা পাসের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠাতে পারবেন। যেসব মন্ত্রণালয় ও বিভাগে শুধু প্রতিমন্ত্রী রয়েছেন, সরকারি ক্রয় কমিটিতে কোনো প্রস্তাব পাঠানোর আগে তাঁদের প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হতো।

মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল বুধবার এক পরিপত্রে জানিয়েছে, যেসব মন্ত্রণালয় ও বিভাগে প্রতিমন্ত্রী নিয়োজিত আছেন এবং প্রধানমন্ত্রী ওই মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রীর দায়িত্বে আছেন, সেসব মন্ত্রণালয় ও বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত প্রস্তাব সরাসরি প্রতিমন্ত্রীর অনুমোদনে কমিটিতে উপস্থাপনের ক্ষমতা অর্পণ করা হলো। 

মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন আজকের পত্রিকাকে জানান, পূর্ত ও ভৌত কাজের ক্ষেত্রে উন্নয়ন ও অনুন্নয়ন বাবদ ১০০ কোটি টাকা করে, পণ্য ও সেবাসংশ্লিষ্ট ক্ষেত্রে উন্নয়ন কাজে ১০০ কোটি টাকা ও অনুন্নয়ন কাজে ৫০ কোটি টাকা এবং উন্নয়নমূলক পরামর্শক সেবার জন্য ৩০ কোটি টাকা ও অনুন্নয়ন পরামর্শক সেবা কাজের জন্য ২০ কোটি টাকা পর্যন্ত অনুমোদনের ক্ষমতা মন্ত্রীর হাতে রয়েছে। কোনো কাজের জন্য এর বেশি অর্থের প্রয়োজন হলে তা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত