নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৮ জন।
মৃতদের মধ্যে চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া ঢাকা বিভাগ, ঢাকা উত্তর, বরিশাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ এবং ছয়জন নারী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৬৪ জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৩ জনের।
জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হন, মারা গেছেন দুজন।
মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং সেপ্টেম্বরে ১৮ হাজার রোগীর বিপরীতে ৮০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ হাজার ৬২৬ জন এবং মারা গেছেন ৬০ জন।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৮ জন।
মৃতদের মধ্যে চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এছাড়া ঢাকা বিভাগ, ঢাকা উত্তর, বরিশাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে দুজন পুরুষ এবং ছয়জন নারী।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৭৬৪ জনে। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২৩ জনের।
জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চে ৩১১ জনের বিপরীতে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলে ৫০৪ জন ভর্তি হন, মারা গেছেন দুজন।
মে মাসে ৬৪৪ জনের বিপরীতে ১২ জন, জুনে ৭৯৮ জনের বিপরীতে ৮ জন, জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জনের বিপরীতে ১২ জন, আগস্টে ৬ হাজার ৫২১ জনের বিপরীতে ২৭ জন এবং সেপ্টেম্বরে ১৮ হাজার রোগীর বিপরীতে ৮০ জনের মৃত্যু হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৩ হাজার ৬২৬ জন এবং মারা গেছেন ৬০ জন।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৩৫ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে