নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাহাত্তরের সংবিধানে ফিরতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গ তাঁর তৎনগদ জবাব দেওয়া সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আলাপ–আলোচনা এবং যে দল সরকার গঠন করেছে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে তারপর এমন সিদ্ধান্তে আসতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আমি যেটা মনে করি ১৫ তম সংশোধনীর মাধ্যমে অরিজিনাল বা বাহাত্তরের সংবিধান আমরা অনেকাংশেই ফিলআপ করেছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা আর কিছুটা তার মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করেছি।’
তবে এখানেও অনেক বাধা বিপত্তি আসছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনো আপিল করা হয়েছে বা হবে কিনা জানতে চাইলে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনায় তারেক রহমানের হাত ছিল এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তিনি ভিকটিম। তাঁর কাছে শুনে আমরাও বলেছি। এখন আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হামলায় তারেক রহমান জড়িত। তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। অ্যাপিলেট কোর্টে এই মামলার শুরু হয়েছে। দেখেন আগে কি হয়।’
‘বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’—প্রধানমন্ত্রীর এমন উক্তি উল্লেখ করে এক্সিকিউটিভ পাওয়ার যখন-তখন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এক্সিকিউটিভ পাওয়ার যেকোনো সময়ে বাড়ানো যায় বা ব্যবহার করা যায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৪০১ ধারা ও নির্বাহী আদেশ অনুযায়ী সাজা স্থগিত করা হয়েছে। স্থগিত মানে যেকোনো সময়ে আবারও চালু করা যাবে।’ তবে এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি।
বাহাত্তরের সংবিধানে ফিরতে রাষ্ট্রধর্ম বাদ দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে বলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আজ শনিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের (বিআইএলআইএ) কার্যালয়ে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘যে প্রসঙ্গ তাঁর তৎনগদ জবাব দেওয়া সম্ভব নয়।’ বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘সরকারের নীতি নির্ধারণ পর্যায়ে আলাপ–আলোচনা এবং যে দল সরকার গঠন করেছে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়ে তারপর এমন সিদ্ধান্তে আসতে হবে।’
আনিসুল হক বলেন, ‘আমি যেটা মনে করি ১৫ তম সংশোধনীর মাধ্যমে অরিজিনাল বা বাহাত্তরের সংবিধান আমরা অনেকাংশেই ফিলআপ করেছি। ষোড়শ সংশোধনীর মাধ্যমে আমরা আর কিছুটা তার মধ্যে ফিরে যাওয়ার চেষ্টা করেছি।’
তবে এখানেও অনেক বাধা বিপত্তি আসছে বলেও উল্লেখ করেন তিনি।
একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমানের সাজা বাড়ানোর জন্য কোনো আপিল করা হয়েছে বা হবে কিনা জানতে চাইলে নির্দিষ্ট করে কিছু বলেননি আইনমন্ত্রী। তিনি বলেন, ‘ঘটনায় তারেক রহমানের হাত ছিল এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, কারণ তিনি ভিকটিম। তাঁর কাছে শুনে আমরাও বলেছি। এখন আদালতে সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রমাণিত হয়েছে যে, হামলায় তারেক রহমান জড়িত। তাঁর যাবজ্জীবন সাজা হয়েছে। অ্যাপিলেট কোর্টে এই মামলার শুরু হয়েছে। দেখেন আগে কি হয়।’
‘বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে’—প্রধানমন্ত্রীর এমন উক্তি উল্লেখ করে এক্সিকিউটিভ পাওয়ার যখন-তখন ব্যবহার করা যায় কিনা, এই বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘এক্সিকিউটিভ পাওয়ার যেকোনো সময়ে বাড়ানো যায় বা ব্যবহার করা যায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের ৪০১ ধারা ও নির্বাহী আদেশ অনুযায়ী সাজা স্থগিত করা হয়েছে। স্থগিত মানে যেকোনো সময়ে আবারও চালু করা যাবে।’ তবে এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই বলে জানান তিনি।
শ্রমিকদের অবস্থান পরিবর্তনের জন্য শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এজন্য প্রয়োজন শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বাস্তবায়ন।
৩৩ মিনিট আগেমানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৬ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১২ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
১২ ঘণ্টা আগে