নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ জানিয়েছে রাশিয়া। কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি এই আগ্রহের কথা জানান।
নিজের দপ্তরে বুধবার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত মনে করেন রাশিয়ায় আম রপ্তানির একটা বিরাট সুযোগ আছে। তিনি নতুন এসেছেন, এই কয়দিনে যে আম খেয়েছেন তা খুবই সুস্বাদু বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ায় আমের বিরাট মার্কেট। বাংলাদেশ এটায় গুরুত্ব দিতে পারে, এটা নিয়ে কাজ করা উচিত।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এখন দুই বিলিয়ন ডলারেরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে জানিয় কৃষিমন্ত্রী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা তেমন গম উৎপাদন করি না। আমাদের আবহাওয়া গম উৎপাদনের জন্য ভালো না। আমাদের জেনারেশনের ছেলে-মেয়েরা গমের অনেক খাবার খায়। এ জন্য আমরা রাশিয়া থেকে আমরা গম আমদানি করি।
কৃষিমন্ত্রী বলেন, আগে আমরা রাশিয়ায় আলু রপ্তানি করতাম। একটা ব্যাকটেরিয়ার কারণে রাশিয়া সেখানে রেস্ট্রিকশন দিয়েছে। রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি আমরা যাতে রাশিয়ায় আলু রপ্তানি করতে পারি। তিনি বলছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।
রাজ্জাক বলেন, বাংলাদেশে অনেক বেশি ব্যবহৃত ডিএপিপি সার রাশিয়া থেকে আমদানি নিয়ে আলাপ করেছি। এ জন্য রাশিয়ার সঙ্গে জিটুজি ভিত্তিতে একটা সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে। আগে আমরা ৭ লাখ টন ডিএপিপি ব্যবহার করতাম, এখন সেটার চাহিদা বেড়ে ১৪ লাখ টন হয়েছে।
‘রূপপুর প্রকল্প তারা করছে। তারা মনে করে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে বিরাট প্রভাবে পড়বে। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মর্যাদা অনেক বাড়বে। রোহিঙ্গা নিয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছি। তারা চায় এই সমস্যার সমাধান হোক। এই ব্যাপারেও তারা সহযোগিতা করবে।’
বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ জানিয়েছে রাশিয়া। কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি এই আগ্রহের কথা জানান।
নিজের দপ্তরে বুধবার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত মনে করেন রাশিয়ায় আম রপ্তানির একটা বিরাট সুযোগ আছে। তিনি নতুন এসেছেন, এই কয়দিনে যে আম খেয়েছেন তা খুবই সুস্বাদু বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়ায় আমের বিরাট মার্কেট। বাংলাদেশ এটায় গুরুত্ব দিতে পারে, এটা নিয়ে কাজ করা উচিত।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এখন দুই বিলিয়ন ডলারেরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে জানিয় কৃষিমন্ত্রী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের জন্য রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ। আমরা তেমন গম উৎপাদন করি না। আমাদের আবহাওয়া গম উৎপাদনের জন্য ভালো না। আমাদের জেনারেশনের ছেলে-মেয়েরা গমের অনেক খাবার খায়। এ জন্য আমরা রাশিয়া থেকে আমরা গম আমদানি করি।
কৃষিমন্ত্রী বলেন, আগে আমরা রাশিয়ায় আলু রপ্তানি করতাম। একটা ব্যাকটেরিয়ার কারণে রাশিয়া সেখানে রেস্ট্রিকশন দিয়েছে। রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি আমরা যাতে রাশিয়ায় আলু রপ্তানি করতে পারি। তিনি বলছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।
রাজ্জাক বলেন, বাংলাদেশে অনেক বেশি ব্যবহৃত ডিএপিপি সার রাশিয়া থেকে আমদানি নিয়ে আলাপ করেছি। এ জন্য রাশিয়ার সঙ্গে জিটুজি ভিত্তিতে একটা সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হবে। আগে আমরা ৭ লাখ টন ডিএপিপি ব্যবহার করতাম, এখন সেটার চাহিদা বেড়ে ১৪ লাখ টন হয়েছে।
‘রূপপুর প্রকল্প তারা করছে। তারা মনে করে এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে বিরাট প্রভাবে পড়বে। আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের মর্যাদা অনেক বাড়বে। রোহিঙ্গা নিয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছি। তারা চায় এই সমস্যার সমাধান হোক। এই ব্যাপারেও তারা সহযোগিতা করবে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৩ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৬ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৭ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৪ ঘণ্টা আগে