Ajker Patrika

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও নেই বাংলাদেশ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে এবারও নেই বাংলাদেশ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জো বাইডেন দ্বিতীয়বারের মতো গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে চলেছেন। চলতি বছরের ২৯ ও ৩০ মার্চ চার মহাদেশের আরও চারটি দেশের সঙ্গে যৌথভাবে তিনি করবেন এই সম্মেলন। তবে এবারের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে। 

দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী যে চার দেশকে এবার যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়াকে। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সবগুলোতেই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আমন্ত্রণ জানানো হবে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে এসব দেশের প্রস্তুতিও সবচেয়ে ভালো থাকে। 

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছিলেন জো বাইডেন। সেই সম্মেলনে অংশগ্রহণকারী শ খানেক দেশের সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ প্রসঙ্গে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মত দেশগুলো বিভিন্ন কারণে নিয়মিত এ ধরনের সম্মেলন আয়োজন করে থাকে। নিজস্ব হিসাবনিকাশ থেকে তারা এতে দেশগুলোকে আমন্ত্রণ জানায়।’ 

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সরকারের নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবার পালিয়েছেন বিএসবির বাশার

পাবনায় বজ্রপাতে ফেটে চিরে গেল মেহগনিগাছ

ঈদুল আজহার ছুটি ১০ দিন

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত