কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জো বাইডেন দ্বিতীয়বারের মতো গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে চলেছেন। চলতি বছরের ২৯ ও ৩০ মার্চ চার মহাদেশের আরও চারটি দেশের সঙ্গে যৌথভাবে তিনি করবেন এই সম্মেলন। তবে এবারের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে।
দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী যে চার দেশকে এবার যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়াকে। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সবগুলোতেই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আমন্ত্রণ জানানো হবে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে এসব দেশের প্রস্তুতিও সবচেয়ে ভালো থাকে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছিলেন জো বাইডেন। সেই সম্মেলনে অংশগ্রহণকারী শ খানেক দেশের সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ প্রসঙ্গে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মত দেশগুলো বিভিন্ন কারণে নিয়মিত এ ধরনের সম্মেলন আয়োজন করে থাকে। নিজস্ব হিসাবনিকাশ থেকে তারা এতে দেশগুলোকে আমন্ত্রণ জানায়।’
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সরকারের নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জো বাইডেন দ্বিতীয়বারের মতো গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে চলেছেন। চলতি বছরের ২৯ ও ৩০ মার্চ চার মহাদেশের আরও চারটি দেশের সঙ্গে যৌথভাবে তিনি করবেন এই সম্মেলন। তবে এবারের সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়নি বাংলাদেশকে।
দ্বিতীয় দফার এ সম্মেলনে ভারত, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপসহ ১১১টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী যে চার দেশকে এবার যৌথ আয়োজক হিসেবে যুক্ত করা হয়েছে কোস্টারিকা, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া ও জাম্বিয়াকে। যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের সবগুলোতেই অনুষ্ঠিত হবে এ সম্মেলন। আমন্ত্রণ জানানো হবে সরকার, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রতিনিধিদের। আলোচনা হবে, কী করে গণতান্ত্রিক দেশগুলো নাগরিকদের তুলনামূলক ভালো সেবা দেয় এবং কী করে বৈশ্বিক সমস্যাগুলো মোকাবিলার ক্ষেত্রে এসব দেশের প্রস্তুতিও সবচেয়ে ভালো থাকে।
এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম গণতন্ত্র সম্মেলন আয়োজন করেছিলেন জো বাইডেন। সেই সম্মেলনে অংশগ্রহণকারী শ খানেক দেশের সরকার গণতন্ত্র চর্চা এগিয়ে নেওয়া, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং কর্তৃত্ববাদী শাসন মোকাবিলার জন্য প্রায় ৭৫০টি অঙ্গীকার করে। এবারের সম্মেলনে সেই অঙ্গীকারগুলোর বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এ প্রসঙ্গে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের মত দেশগুলো বিভিন্ন কারণে নিয়মিত এ ধরনের সম্মেলন আয়োজন করে থাকে। নিজস্ব হিসাবনিকাশ থেকে তারা এতে দেশগুলোকে আমন্ত্রণ জানায়।’
যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে সরকারের নিয়মিত যোগাযোগ ও সফর বিনিময় হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ বুধবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধ করছে বাংলাদেশ। গত মার্চ ও এপ্রিল মাসে আমদানি করা পণ্যের বিপরীতে বাংলাদেশকে ১ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার (১৮৭ কোটি ডলার) পরিশোধ করতে হচ্ছে, যার সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ দশমিক ৩২ শতাংশ। এ বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও...
৩ ঘণ্টা আগেদেশের কৃষি, অবকাঠামো, উচ্চশিক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা—এই চার খাতে নতুন করে বড় পরিসরের বিনিয়োগ করছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, জনগুরুত্বপূর্ণ এই খাতগুলোয় নতুন করে সরকারি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ—মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের উৎপাদনশীলতা, দক্ষতা এবং জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে।
৩ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়া থেকে ৬৫৮ কোটি টাকায় কেনা ডিজেলচালিত ২০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন) এবং ১৪৭টি যাত্রীবাহী কোচের বেশ কয়েকটিতে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। এগুলোর ডিসপ্লে কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ঘোষণা শুনতে পাচ্ছে না যাত্রীরা। এ কারণে ডিসপ্লে, পিআইএস, কাপলার প্রতিস্থাপনের বিকল্প নেই।
৮ ঘণ্টা আগেপারস্পারিক সামরিক সহযোগিতা জোরদার করতে একমত হয়েছে সৌদি আরব ও বাংলাদেশ। মঙ্গলবার (০৬ মে) সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সার্বিক তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত প্রথম যৌথ কমিটির সভায় এই ঐক্যমত্য হয়।
১০ ঘণ্টা আগে