Ajker Patrika

অপরিহার্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন: আইন উপদেষ্টা

ফাইল ছবি
ফাইল ছবি

নির্বাচন কবে হবে সেই দিন, তারিখ না জানালেও আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, অপরিহার্য সংস্কার করে দ্রুত নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার।

আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে এবং নির্বাচন কবে হবে, সেই প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, এটা আইন মন্ত্রণালয়ের বিষয় না।

আসিফ নজরুল বলেন, ‘আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা শুধু এই জিনিসটা চাই না, আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই।’

অন্তর্বর্তী সরকারের বেশির ভাগ উপদেষ্টা যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের পেশায় ফিরতে চান বলে জানান আইন উপদেষ্টা।

তিনি বলেন, ‘আপনারা বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন উনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আগ্রহী। চার বছরের কোনো কথাই বলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত