Ajker Patrika

এভারেস্ট ও লোৎসে জয় করে দেশে ফিরলেন বাবর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এভারেস্ট ও লোৎসে জয় করে দেশে ফিরলেন বাবর

ইতিহাস রচনা করে নিজভূমে ফিরলেন এভারেস্ট জয়ী বাবর আলী। এ জনপদের প্রথম এভারেস্টজয়ী তিনি। তাঁকে ঘিরে চট্টগ্রামসহ সারা দেশে অন্যরকম এক উন্মাদনা বিরাজ করছে। সেই বাবর বীরদর্পে চট্টগ্রাম বিমানবন্দর ছুঁয়ে নিজ বাড়িতে ফিরলেন। আত্মীয় পরিজন ও বন্ধু–বান্ধবদের ফুলের তোড়া, হলুদ গাঁদার মালায় ঢেকে দিলেন বাবরকে। এখানেই শেষ নয়, রীতিমতো কাঁধে তুলে শূন্যে ছুড়ে উল্লাস করলেন। 

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাবর।

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ নেপালের এভারেস্ট ও চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করার পর দেশে ফিরেছেন বাবর। মঙ্গলবার সন্ধ্যায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে ফেরেন নিজের শহর চট্টগ্রামে। 

এ সময় বাবর সাংবাদিকদের জানান, এভারেস্ট ও লোৎসের চূড়ায় পৌঁছানোর পর আবার দেশে ফিরে আসার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। দীর্ঘ প্রশিক্ষণ ও প্রচেষ্টায় আকাঙ্ক্ষা পূরণ হলো। দেশের মানুষ যেভাবে উৎসাহ জুগিয়েছে, এতে আমি আনন্দিত। আমার এ অর্জনের পেছনে আমার পরিবার সর্বাত্মকভাবে পাশে ছিল। মা বাবা, আত্মীয়স্বজন ও দেশবাসীর দোয়া ছিল। 

বুধবার (২৯ মে) অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বাবর আলী। 

এ বিষয়ে অভিযানের সমন্বয়ক ফারহান জামান বলেন, ডা. বাবর আলীর মা–বাবা এবং শুভাকাঙ্ক্ষীদের আবদার রক্ষার্থে আমরা ৩ জুনের পরিবর্তে আজই তিনি দেশে ফিরে এসেছেন। 

উল্লেখ্য, গত ১৯ মে ২৯ হাজার ৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাংলাদেশের লাল–সবুজের পতাকা উড়িয়েছেন বাবর। তিনি পেশায় চিকিৎসক, নেশায় পর্বতারোহী। এর দুই দিন পর ২১ মে নেপালের স্থানীয় সময় সকাল ৫টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ৫ মিনিট) লোৎসে পর্বতের শীর্ষে (৮ হাজার ৫১৬ মিটার) ওঠেন ৩৩ বছর বয়সী বাবর। নেপালের স্নোয়ি হরাইজন নামের ট্রেকিং ও পর্বতাভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ষষ্ঠ বাংলাদেশি হিসেবে নতুন একটি অধ্যায় রচনা করেন বাবর।

আরও পড়ৃন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত