Ajker Patrika

রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে বাড়ছে ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২১: ৫৬
রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে বাড়ছে ভিড়

আজ বুধবার থেকে টানা পাঁচ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। ছুটির প্রথম দিনেই রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। বাস টার্মিনালগুলোতে সকাল থেকে ভিড় কম থাকলেও বিকেলের পর থেকে ভিড় বাড়তে শুরু করে। যাত্রীরা বলছেন, এবার টানা পাঁচ দিনের ছুটি পাওয়ায় সময় নিয়ে ঈদে বাড়ি ফেরা যাচ্ছে। ফলে ঈদযাত্রায় ভোগান্তি কম হচ্ছে।

তবে ঢাকা থেকে বের হতে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। সায়েদাবাদ মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরের যানজট ও নিচে কাউন্টার কেন্দ্রিক যানজটে অনেকটা সময় পার হয়ে যাচ্ছে। অন্যদিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

বুধবার মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, ঢাকার পাশের জেলাগুলোতে যাওয়ার জন্য বাসের টিকিটের লাইন আছে। কাউন্টার থেকে জানা যায়, উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর, রংপুর অঞ্চলের যাত্রীর চাপ সন্ধ্যার পর বেশি। আর ঢাকার পাশের জেলা ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এই অঞ্চলের যাত্রীদের চাপ দিনে বেশি।

এর আগে মঙ্গলবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। তাই সন্ধ্যা পার হতেই ভিড় ছিল বাস টার্মিনালে। তবে বুধবার সকালের চিত্র ছিল স্বাভাবিক।

মহাখালীতে ঈদযাত্রা শুরুর তৃতীয় দিনে প্রায় সব গাড়িকেই সঠিক সময়ে নির্ধারিত স্টপেজ ছেড়ে যেতে দেখা গেছে। উত্তরবঙ্গগামী এনা, একতা, এস আর পরিবহনের কাউন্টার কর্মীরা জানান, দূরপাল্লার বেশির ভাগ বাসেরই অগ্রিম টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের অপেক্ষা এখন শুধু বাড়ি ফেরার নির্ধারিত বাসে চড়ার। তাই সময় অনুযায়ী কাউন্টারে আসলেই হচ্ছে। রাতের অগ্রিম যাত্রার টিকিট বেশি বিক্রি হয়েছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাইফুল মানিক বলেন, ‘মঙ্গলবার অফিস শেষ করে যাওয়া হয়নি। ময়মনসিংহ যাব। অল্প সময় লাগে। তাই আজ ধীরে সুস্থে যাচ্ছি।’

দিনাজপুরগামী যাত্রী সাফায়েত বলেন, বৃহস্পতিবার ছুটি হওয়াতে ভালো হয়েছে। বাড়ি যাওয়ার চাপ নেই। এবার কয়েক দিন ধরে মানুষ বাড়ি যাবে। তাই আশা আছে রাস্তায় যানজটের ভোগান্তিও থাকবে না।

ঢাকা থেকে খুলনা, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর রুটের যাত্রা পদ্মা সেতুর জন্য দুই ভাগ হয়েছে। সায়েদাবাদ ও যাত্রাবাড়ীর কিছু অংশে আলাদা কাউন্টার রয়েছে বড় বাস কোম্পানিগুলোর। সেখানেও বুধবার স্বাভাবিক ভিড় দেখা গেছে। কাউন্টারগুলোতে গাড়ির জন্য অপেক্ষা করছে যাত্রীরা। গাড়ি থামলে ডেকে তুলে দিচ্ছেন কাউন্টার কর্মীরা। অন্যদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, দর্শনা, যশোর এই অঞ্চলের যাত্রীরা যাবেন গাবতলী হয়ে।

সায়েদাবাদ গোল্ডেন লাইন কাউন্টারের ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের গাড়ি ফরিদপুর, মাগুরা রুটে যাতায়াত করে। এখন পদ্মা সেতু হওয়ায় এই রুটে যাত্রী বেশি। অনেকেই অগ্রিম টিকিট কেটেছেন তাই ভিড় কম।’

সায়েদাবাদে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল বলেন, ‘অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসেনি। আমরা সব সময় সচেষ্ট আছি এই বিষয়ে।’

যানবাহনের চাপ বাড়ায় ধীর গতিতে চলছে গাড়িএবার মোটরসাইকেল আরোহীর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে। খুলে দেওয়া হয়েছে শিমুলিয়া ফেরি ঘাট। বুধবার সকাল থেকেই শত শত মোটরসাইকেল পার হয়েছে ফেরি দিয়ে। অন্যদিকে বঙ্গবন্ধু সেতুতে গত ৩২ ঘণ্টায় দুই হাজার ৭০০ মোটরসাইকেল পার হয়েছে।

গাজীপুরে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও এ মহাসড়ক দুটিতে যানজট না হওয়ায় স্বস্তিতেই বাড়ি ফিরছে মানুষ।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নানা শ্রেণি-পেশার ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। এসব স্থানে যানবাহনের চাপও রয়েছে অনেক বেশি। মহাসড়কের আবদুল্লাহপুর, টঙ্গী, স্টেশন রোড, বোর্ড বাজার, ভোগরা বাইপাস মোড়, চান্দনা চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে এ মহাসড়কে যানবাহনের গতি ছিল ধীর।

বাড়ি ফেরার জন্য অপেক্ষমাণ আশরাফ হোসেন বলেন, ‘আমি আধা ঘণ্টা হয় এসেছি। কারখানা ছুটি দেওয়া শুরু হয়েছে। তাই আজকে চাপ একটু কম, তাই যানজট নেই। এতে আমরা স্বস্তিতে গন্তব্যে যেতে পারছি।’

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সড়কে মানুষের চাপ বিকেলে কিছুটা বেড়েছে। তবে কোনো যানজট নেই।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে সড়ক পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, মেঘনা-গোমতী সেতু ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোনো যানজট হবে না, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানজট নিরসনে মহাসড়কে মহড়া দেওয়া হচ্ছে।

প্রতিবেদনে তথ্য দিয়েছেন গাজীপুর ও কুমিল্লা প্রতিনিধি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত