Ajker Patrika

নতুন ডিজিএফআই প্রধান তাবরেজ শামস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৩: ০৩
নতুন ডিজিএফআই প্রধান তাবরেজ শামস

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে সেনাবাহিনীর সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। 

আজ রোববার সেনাসদরের এক আদেশে এ তথ্য জানা যায়। 

গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে কিউএমজি হিসেবে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় থেকে তাঁর পদোন্নতি কার্যকর হবে। গত ২৪ জুন সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাসদরের কিউএমজি ছিলেন। 

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে পদায়ন করা হয়েছে দেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষ পদে।

সাইফুল আলম ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের দায়িত্বে ছিলেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের সাইফুল ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী ক্যাডেট। 

ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের আগে কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ভোট বয়কট প্রগতিশীলদের, পুনর্নির্বাচন দাবি

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

প্রশাসনের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ছাত্রদল সমর্থিত ভিপির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত