নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হবে। ওই সভার দুটি অ্যাজেন্ডার একটি হচ্ছে—জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ; আরেকটি হচ্ছে—সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ৭৬টি আসনের ওপর ৬৩৮টি আবেদন ইসিতে জমা পড়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের একটি খসড়া তালিকা আজ কমিশন সভায় তোলা হতে পারে। ইসিতে আসা আবেদন বিবেচনা, প্রশাসনিক, ভৌগোলিক অখণ্ডতাসহ কয়েকটি বিষয় বিবেচনা করে বেশ কিছু আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়াটি তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ-সংক্রান্ত কমিটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ খসড়া তৈরি করেছে। কমিশন এ তালিকা অনুমোদন করলে তার ওপর সাধারণ মানুষের দাবি-আপত্তি জানানোর সময় দেওয়া হবে।
এরই মধ্যে সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, জনসংখ্যা, ভোটারসংখ্যা, পাশাপাশি ঐতিহাসিক ভিত্তিও বিবেচনায় নেওয়া হবে।
ইসি সূত্র জানায়, সর্বশেষ গত ২১ মে অনুষ্ঠিত কমিশনের ষষ্ঠ সভায় আচরণ বিধিমালা সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয়েছিল। আরপিও সংশোধন না হওয়ায় তখন সেটি ফেরত পাঠানো হয়। আবারও সংশোধনীর খসড়া কমিশন সভায় তোলা হচ্ছে। যদিও চলতি সপ্তাহে আচরণ বিধিমালার খসড়া নিয়ে চার নির্বাচন কমিশনার একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার কমিশনের সপ্তম সভা অনুষ্ঠিত হবে। ওই সভার দুটি অ্যাজেন্ডার একটি হচ্ছে—জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ; আরেকটি হচ্ছে—সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ৭৬টি আসনের ওপর ৬৩৮টি আবেদন ইসিতে জমা পড়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের একটি খসড়া তালিকা আজ কমিশন সভায় তোলা হতে পারে। ইসিতে আসা আবেদন বিবেচনা, প্রশাসনিক, ভৌগোলিক অখণ্ডতাসহ কয়েকটি বিষয় বিবেচনা করে বেশ কিছু আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়াটি তৈরি করা হয়েছে। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে সীমানা নির্ধারণ-সংক্রান্ত কমিটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ খসড়া তৈরি করেছে। কমিশন এ তালিকা অনুমোদন করলে তার ওপর সাধারণ মানুষের দাবি-আপত্তি জানানোর সময় দেওয়া হবে।
এরই মধ্যে সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক সুবিধা, জনসংখ্যা, ভোটারসংখ্যা, পাশাপাশি ঐতিহাসিক ভিত্তিও বিবেচনায় নেওয়া হবে।
ইসি সূত্র জানায়, সর্বশেষ গত ২১ মে অনুষ্ঠিত কমিশনের ষষ্ঠ সভায় আচরণ বিধিমালা সংশোধনীর খসড়া উপস্থাপন করা হয়েছিল। আরপিও সংশোধন না হওয়ায় তখন সেটি ফেরত পাঠানো হয়। আবারও সংশোধনীর খসড়া কমিশন সভায় তোলা হচ্ছে। যদিও চলতি সপ্তাহে আচরণ বিধিমালার খসড়া নিয়ে চার নির্বাচন কমিশনার একাধিকবার বৈঠক করেছেন বলেও জানা গেছে।
উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
১৬ মিনিট আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩৮ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ৮০ হাজারেরও বেশি সেনাসদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
২ ঘণ্টা আগেযান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে