Ajker Patrika

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদ যুক্তরাষ্ট্রের 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ মে ২০২৩, ০১: ৩৩
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদ যুক্তরাষ্ট্রের 

মার্কিন সরকার বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদ দিয়েছে। সোমবার দেশটির পররাষ্ট্র বিভাগ ২০২২ সালের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক এক প্রতিবেদনে এ তাগিদ দিয়েছে। ওয়াশিংটন থেকে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনের বাংলাদেশ বিষয়ক অংশে বলা হয়েছে, বহু স্থানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিয়া ও আহমদিয়া সম্প্রদায়ের সদস্যরা সারা বছর হয়রানি ও সহিংসতার শিকার হয়েছে। বছরের বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে তাদের হয়রানি করা হয়। সহিংসতা চালানো হয় তাদের বিরুদ্ধে। অনেক স্থানে বাউলদের ওপরও হামলা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

এতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে এসব সম্প্রদায়ের অনেক শিক্ষার্থী নিজ নিজ ধর্মীয় বিষয় পড়ার সুযোগ পায় না। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক মসজিদের কমিটিতে ক্ষমতাসীন দল ও স্থানীয় প্রশাসনের লোকদের অন্তর্ভুক্তির মাধ্যমে ইমাম নিয়োগে প্রভাব বিস্তার করা হয়। এর ফলে সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক বক্তব্য দেওয়া থেকে অনেক ইমাম বিরত থাকেন। এছাড়া বিচ্ছেদের পর দেনমোহর থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক নারী বঞ্চিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত