Ajker Patrika

সংঘর্ষে জড়ানো আনসার সদস্যদের বিরুদ্ধে ৩ মামলা, নেওয়া হচ্ছে আদালতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৫: ৪৪
সংঘর্ষে জড়ানো আনসার সদস্যদের বিরুদ্ধে ৩ মামলা, নেওয়া হচ্ছে আদালতে 

বাংলাদেশ সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা তিন মামলায় গ্রেপ্তারকৃত ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

আজ সোমবার বেলা ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে হাজির করা হয়।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা সূত্রে জানা গেছে, তাঁদের হাজতখানায় রাখা হয়েছে। বিকেলে শুনানি হবে। হাজতখানায় কর্মরত একজন পুলিশ সদস্য জানান, গ্রেপ্তারকৃতদের সংখ্যা আরও বাড়তে পারে।

ফাইল ছবিগতকাল সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া সত্ত্বেও সচিবালয় অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যান আনসার সদস্যরা। একপর্যায়ে তাঁরা ছাত্র-জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত পর্যন্ত ছাত্র, জনতা ও পুলিশ সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জনের বেশি চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

Ansa2প্রত্যক্ষদর্শীরা জানান, আনসার সদস্যরা তাঁদের দাবি পূরণের আশ্বাস পেয়েও সচিবালয় অবরোধ করে রেখেছেন জানতে পেরে এক হাজারেরও বেশি শিক্ষার্থী সচিবালয় এলাকায় উপস্থিত হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

ফাইল ছবিতিন মামলার প্রত্যেকটিতেই সরকারি কর্মচারীদের কর্তব্য কাজে বাধা, ছাত্র–জনতাকে মারধর ও হত্যাচেষ্টা অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত