শার্শা (যশোর) প্রতিনিধি
করোনা সংক্রমণ কমে আসায় ভারতে ভ্রমণের শর্ত শিথিল করেছে সরকার। আজ রোববার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাত দিনই ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাতায়াত শুরু হয়েছে। ভ্রমণকারীদের লাগবে না কোনো অনাপত্তি পত্র (এনওসি)। শুধু করোনার নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে ভারতে।
আজ রোববার এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারতে যান ৪৫৩ জন।
এর আগে সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফেরা যেত ভারত থেকে। ফেরার সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সংগ্রহ করতে হতো। সপ্তাহে দুই দিন- শনি ও রোববার দূতাবাস বন্ধ থাকায় এনওসি নিতে না পেরে আটকা পড়তে হতো বাংলাদেশিদের।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নতুন এই নির্দেশনার চিঠি আজ তিনি হাতে পেয়েছেন। এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআরের করোনা নেগেটিভ সনদ থাকলে ভারতে যাওয়া ও আসা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। টুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বলেও জানান ওসি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, আজ যারা ভারত থেকে ফিরেছেন সবাই করোনা নেগেটিভ ছিলেন। তাঁদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে গত ২৩ এপ্রিল থেকে সরকার ট্যুরিস্ট ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে শর্তসাপেক্ষে ভ্রমণের সুযোগ দেয়। তখনও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছিল। এখন ভারত ও বাংলাদেশ দুই দেশে করোনা সংক্রমণ কমে আসায় শর্ত শিথিল করলো।
করোনা সংক্রমণ কমে আসায় ভারতে ভ্রমণের শর্ত শিথিল করেছে সরকার। আজ রোববার থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তাহে সাত দিনই ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যাতায়াত শুরু হয়েছে। ভ্রমণকারীদের লাগবে না কোনো অনাপত্তি পত্র (এনওসি)। শুধু করোনার নেগেটিভ সনদ থাকলেই যাওয়া যাবে ভারতে।
আজ রোববার এনওসি ছাড়া ভারত থেকে দেশে ফিরেছেন ৩০৯ জন বাংলাদেশি। এ ছাড়া বেনাপোল স্থলবন্দর দিয়ে মেডিকেল, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় ভারতে যান ৪৫৩ জন।
এর আগে সপ্তাহে তিন দিন- রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফেরা যেত ভারত থেকে। ফেরার সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস থেকে এনওসি সংগ্রহ করতে হতো। সপ্তাহে দুই দিন- শনি ও রোববার দূতাবাস বন্ধ থাকায় এনওসি নিতে না পেরে আটকা পড়তে হতো বাংলাদেশিদের।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন স্বাক্ষরিত নতুন এই নির্দেশনার চিঠি আজ তিনি হাতে পেয়েছেন। এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। ইমিগ্রেশনে প্রবেশের আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি পিসিআরের করোনা নেগেটিভ সনদ থাকলে ভারতে যাওয়া ও আসা যাচ্ছে। বর্তমানে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসায় যাত্রীরা যাতায়াত করছেন। টুরিস্ট ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শর্ত শিথিলে যাত্রী যাতায়াত বেড়েছে বলেও জানান ওসি।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, আজ যারা ভারত থেকে ফিরেছেন সবাই করোনা নেগেটিভ ছিলেন। তাঁদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে গত ২৩ এপ্রিল থেকে সরকার ট্যুরিস্ট ভিসায় নিষেধাজ্ঞা দিয়ে শর্তসাপেক্ষে ভ্রমণের সুযোগ দেয়। তখনও ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছিল। এখন ভারত ও বাংলাদেশ দুই দেশে করোনা সংক্রমণ কমে আসায় শর্ত শিথিল করলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখাঁরপুলে শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আজ সোমবার (১১ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ...
১ ঘণ্টা আগেএবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণ গন্তব্যের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ফিরে আসতে হয়েছে। বিমান সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়া বিমানের একটি ফ্লাইট ২০ মিনিট উড়ে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।
২ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। তরুণ ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি ও তাদের আকৃষ্ট করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে তাদের জন্য আলাদা বুথ থাকবে।’
৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার দুপুর ২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
৩ ঘণ্টা আগে