Ajker Patrika

বিএনপির দুই নিখোঁজ নেতার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৫: ১৪
বিএনপির দুই নিখোঁজ নেতার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বগুড়া বিএনপির দুই নিখোঁজ নেতার বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে আগামী ৪ জানুয়ারির মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পৃথক রিটের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এই আদেশ দেন।

সেই সঙ্গে দুজনকে বেআইনিভাবে আটক রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাদের আদালতে হাজির করতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্রসচিব, আইজিপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার কাহালু উপজেলা বিএনপির নিখোঁজ সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান চেয়ে পরিবারের সদস্যরা পৃথক দুটি রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুল ইসলাম সিদ্দিকী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত