Ajker Patrika

৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর প্রধান

আপডেট : ০১ জুলাই ২০২৪, ১১: ৪৭
৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর প্রধান

ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নৌ সহযোগিতা বাড়াতে চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠি। এই সফরে আজ সোমবার (১ জুলাই) থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন বলে ভারতীয় নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সফরকালে ঢাকায় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতীয় নৌবাহিনীর প্রধান। ৪ জুলাই চট্টগ্রামে বাংলাদেশ নেভাল একাডেমিতে (বিএনএ) পাসিং আউট প্যারেড পর্যালোচনা করবেন তিনি।  

সফরকালে ত্রিপাঠি জেনারেল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ও লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজে অনুষ্ঠানে ভাষণ দেবেন ভারতীয় নৌবাহিনী প্রধান এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাকেন্দ্র পরিদর্শন করবেন তিনি।

নৌবাহিনীর বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে নৌ সহযোগিতা ঐতিহ্যগতভাবে শক্তিশালী ছিল। এর মধ্যে আছে পোর্ট কলস্, দ্বিপক্ষীয় নৌ মহড়া, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ উদ্যোগের মাধ্যমে অপারেশনাল মিথস্ক্রিয়া।  

ভারতীয় নৌবাহিনীর প্রধানের এই সফর উভয় দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত