Ajker Patrika

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতালে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৩৬
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে নিউরো সায়েন্স হাসপাতালে ড. ইউনূস

জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। 

আজ শনিবার সকালে তিনি শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল (এনআইএনএস) পরিদর্শন করেন। সেখানে ১১ জন চিকিৎসাধীন আছেন। তাঁদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। 

হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঁদের মধ্যে আটজন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। 

তিনি জানান, প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আহত চার শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাঁদের খোঁজখবর নেন। এই চারজনই মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ চারজনের অবস্থার উন্নতি হচ্ছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক বদরুল আলমসহ জ্যেষ্ঠ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত