নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ রোববার ‘প্লট বেচে টাকা নিয়ে যাচ্ছেন প্রবাসীরা’—শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় পূর্বাচল নতুন শহর প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
আজ জাতীয় সংসদে অনুমতি হিসাব-সম্পর্কিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক প্রকল্প এখনো বসবাস অনুপযোগী না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, ‘প্রকল্প দুটো যাতে দ্রুত বসবাসের উপযোগী হয়, সেই পরামর্শ আমরা মন্ত্রণালয়কে দিয়েছি। শুধু রাস্তা করলেই হবে না। সেখানে ওয়াসার সুযোগ-সুবিধা লাগবে, বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান লাগবে। এগুলো হলেই মানুষ বাড়িঘর করে সেখানে থাকবে। তা না হলে থাকবে না।’
সূত্রে জানা গেছে, বৈঠকে পূর্বাচল নতুন শহরে প্রবাসীদের প্লট বিক্রির বিষয়ে কথা বলেন কমিটির সদস্য শাহরিয়ার আলম। তিনি বলেন, প্রবাসী কোটায় প্লট নেওয়ার পরে অনেকেই বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া তিনি প্রকল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বৈঠক সূত্রে জানা গেছে, শাহরিয়ার আলমের বক্তব্যের পরে কমিটির সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পূর্বাচল ও ঝিলমিল প্রকল্প পরিদর্শনের প্রস্তাব দেন। পরে কমিটি তা গ্রহণ করে। তবে রাজউকের চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার সদ্য নিয়োগ পাওয়ায়, পরিদর্শন আগামী জুলাই মাসে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পতে ১০ শতাংশ প্রবাসীর জন্য কোটা রাখা হয়েছিল। যাঁরা ডলারে পেমেন্ট করবেন। কিন্তু সেখানে তো লেখা ছিল না প্লট বিক্রি করা যাবে না। তাঁরা তো রাজউকের অনুমতি নিয়েই বিক্রি করেছেন। এখানে দেখার বিষয় হচ্ছে, প্লট বিক্রির টাকা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে কি না। আর হলেও সেটা অনুমতি নিয়ে গেছে কি না।’
পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৫ সালে। কাজ শুরুর পর প্রকল্পের মেয়াদ এখন পর্যন্ত সাতবার বাড়ানো হয়েছে। সবশেষ প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়িয়ে ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। অন্যদিকে কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝিলমিল আবাসিক এলাকার প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করা হয় এবং চলমান প্রকল্পগুলো সমাপ্ত না করে নতুন প্রকল্প গ্রহণ না করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম শহরের পরিত্যক্ত জমিতে ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তকরণ এবং গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ বর্ষাকালের পরিবর্তে শীতকালে করার জন্য কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর কর্তৃক টেন্ডার আহ্বান করার কার্যক্ষমতা ও বিধিবিধান রয়েছে কি না, তার তথ্য-উপাত্ত আগামী এক মাসের মধ্যে কমিটির কাছে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপরাজিতা হক, শাহরিয়ার আলম ও খাদিজাতুল আনোয়ার।
আজ রোববার ‘প্লট বেচে টাকা নিয়ে যাচ্ছেন প্রবাসীরা’—শিরোনামে দৈনিক আজকের পত্রিকায় পূর্বাচল নতুন শহর প্রকল্প নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক প্রকল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি।
আজ জাতীয় সংসদে অনুমতি হিসাব-সম্পর্কিত কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও ঝিলমিল আবাসিক প্রকল্প এখনো বসবাস অনুপযোগী না হওয়ায় অসন্তোষ প্রকাশ করে তাজুল ইসলাম বলেন, ‘প্রকল্প দুটো যাতে দ্রুত বসবাসের উপযোগী হয়, সেই পরামর্শ আমরা মন্ত্রণালয়কে দিয়েছি। শুধু রাস্তা করলেই হবে না। সেখানে ওয়াসার সুযোগ-সুবিধা লাগবে, বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান লাগবে। এগুলো হলেই মানুষ বাড়িঘর করে সেখানে থাকবে। তা না হলে থাকবে না।’
সূত্রে জানা গেছে, বৈঠকে পূর্বাচল নতুন শহরে প্রবাসীদের প্লট বিক্রির বিষয়ে কথা বলেন কমিটির সদস্য শাহরিয়ার আলম। তিনি বলেন, প্রবাসী কোটায় প্লট নেওয়ার পরে অনেকেই বিক্রি করে দিচ্ছেন। এ ছাড়া তিনি প্রকল্পের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
বৈঠক সূত্রে জানা গেছে, শাহরিয়ার আলমের বক্তব্যের পরে কমিটির সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পূর্বাচল ও ঝিলমিল প্রকল্প পরিদর্শনের প্রস্তাব দেন। পরে কমিটি তা গ্রহণ করে। তবে রাজউকের চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার সদ্য নিয়োগ পাওয়ায়, পরিদর্শন আগামী জুলাই মাসে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বি তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রকল্পতে ১০ শতাংশ প্রবাসীর জন্য কোটা রাখা হয়েছিল। যাঁরা ডলারে পেমেন্ট করবেন। কিন্তু সেখানে তো লেখা ছিল না প্লট বিক্রি করা যাবে না। তাঁরা তো রাজউকের অনুমতি নিয়েই বিক্রি করেছেন। এখানে দেখার বিষয় হচ্ছে, প্লট বিক্রির টাকা বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছে কি না। আর হলেও সেটা অনুমতি নিয়ে গেছে কি না।’
পূর্বাচল নতুন শহর প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৫ সালে। কাজ শুরুর পর প্রকল্পের মেয়াদ এখন পর্যন্ত সাতবার বাড়ানো হয়েছে। সবশেষ প্রকল্পের মেয়াদ দেড় বছর বাড়িয়ে ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়। অন্যদিকে কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের পাশে ঝিলমিল আবাসিক এলাকার প্রকল্পের কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করা হয় এবং চলমান প্রকল্পগুলো সমাপ্ত না করে নতুন প্রকল্প গ্রহণ না করার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়। ঢাকা ও চট্টগ্রাম শহরের পরিত্যক্ত জমিতে ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
বৈঠকে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তকরণ এবং গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ বর্ষাকালের পরিবর্তে শীতকালে করার জন্য কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তর কর্তৃক টেন্ডার আহ্বান করার কার্যক্ষমতা ও বিধিবিধান রয়েছে কি না, তার তথ্য-উপাত্ত আগামী এক মাসের মধ্যে কমিটির কাছে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপরাজিতা হক, শাহরিয়ার আলম ও খাদিজাতুল আনোয়ার।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
২ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
৮ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৩ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৩ ঘণ্টা আগে