খুলনা প্রতিনিধি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে সংস্থার খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। এ ছাড়া উষার বিরুদ্ধে আরেকটি মামলা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নারায়ণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ড ও তথ্যাদি পর্যালোচনায় নারায়ণের নামে ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর ও ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। এ সময় তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা।
এই ব্যয় ছাড়া সম্পদ অর্জনের জন্য নিট আয়/সঞ্চয় পাওয়া যায় ১ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। সে মোতাবেক নারায়ণের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা। এই সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদিকে নারায়ণের স্ত্রী উষার বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তাঁর স্ত্রী উষা রানী চন্দের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণের বিরুদ্ধে আজ সোমবার দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম বাদী হয়ে সংস্থার খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন। এ ছাড়া উষার বিরুদ্ধে আরেকটি মামলা করেন কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, নারায়ণ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জন করেন, যা দুর্নীতি দমন কমিশন আইনের ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ড ও তথ্যাদি পর্যালোচনায় নারায়ণের নামে ১ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৪০০ টাকার স্থাবর ও ২ কোটি ৫ লাখ ২৫ হাজার ১৬৬ টাকার অস্থাবর সম্পদ পাওয়া যায়। এ সময় তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া যায় ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩২৮ টাকা এবং পারিবারিক ও অন্যান্য খাতে ব্যয় ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ১৩৯ টাকা।
এই ব্যয় ছাড়া সম্পদ অর্জনের জন্য নিট আয়/সঞ্চয় পাওয়া যায় ১ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ১৮৯ টাকা। সে মোতাবেক নারায়ণের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকা। এই সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগদখলে রাখার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
অন্যদিকে নারায়ণের স্ত্রী উষার বিরুদ্ধে ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড়সম প্রত্যাশা। সেই সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে—কী চেয়েছিলাম
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সময়ে নতুন করা হয়েছে ৯টি অধ্যাদেশ।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৩১৮ জন কর্মকর্তা কর্মরত। অতিরিক্ত এসব কর্মকর্তা রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে। তাঁদের অনেকে পদোন্নতি পেলেও দায়িত্ব পাচ্ছেন না। আবার অতিরিক্ত পদোন্নতির কারণে বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে।
৬ ঘণ্টা আগেরাতের ট্রেনযাত্রায় কেবিনে যাত্রীদের ঘুমানোর জন্য দেওয়া হয় বেডিং (চাদর, বালিশ, কম্বল)। এ জন্য টাকা টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই বেডিং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মান উন্নয়নের জন্য চার্জ বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বেডিং চার্জ বাড়ালে কেবিনের টিকিটের দাম, অর্থাৎ ভাড়াও বাড়বে।
৬ ঘণ্টা আগে