Ajker Patrika

জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৬তম জন্মবার্ষিকী

বিজ্ঞপ্তি
জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলী। ছবি: সংগৃহীত
জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলী। ছবি: সংগৃহীত

কিংবদন্তি শিক্ষক, শিক্ষা ক্যাডারের গৌরব ও জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক অধ্যাপক মোসলেম আলীর ৮৬তম জন্মবার্ষিকী ৭ ফেব্রুয়ারি। ১৯৩৯ সালের এদিনে নাটোরের সিংড়া উপজেলার জোড় মল্লিকা গ্রামে জন্ম নেওয়া অধ্যাপক মোসলেম আলী আজও তাঁর কর্ম ও অবদানের জন্য স্মরণীয়।

শিক্ষাজীবনে রাজশাহী কলেজ থেকে রসায়নে স্নাতক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করে তিনি ১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান শিক্ষা সার্ভিস কমিশনের মাধ্যমে রাজশাহী কলেজে রসায়নের প্রভাষক পদে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সিলেট এমসি কলেজ, বগুড়া আজিজুল হক কলেজ, খুলনা বিএল কলেজ, রাজশাহী কলেজ, নাটোর এনএস কলেজ, পাবনার সরকারি এডওয়ার্ড কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়ে তিনি কলেজের শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান রাখেন। তাঁর নেতৃত্বে নিউ গভ. ডিগ্রি কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের মর্যাদা লাভ করে এবং তিনিও জাতীয় শ্রেষ্ঠ অধ্যক্ষের স্বীকৃতি পান।

পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক, সংস্কৃতি মন্ত্রণালয়ের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের’ পরিচালক এবং কৃষিভিত্তিক শিল্প সংগঠন ‘বাপা’র উপদেষ্টা হিসেবে কাজ করেন।

অধ্যাপক মোসলেম আলী ২০২১ সালের ১৬ এপ্রিল মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর ঠিক চার দিন পর স্ত্রী মিসেস শরীফা আলীও মারা যান। দুজন রাজশাহী গোরহাঙ্গা কবরস্থানে পাশাপাশি শায়িত আছেন। আমাদের মধ্য থেকে হারিয়ে গেলেও অধ্যাপক মোসলেম আলী তাঁর কাজের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত