Ajker Patrika

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করলেন সাবেক আইজিপি শহীদুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০১
আদালতের কাছে ন্যায়বিচার দাবি করলেন সাবেক আইজিপি শহীদুল

আদালতের কাছে ন্যায়বিচার দাবি করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ বুধবার সকালে ঢাকার মহানগর হাকিম আক্তারুজ্জামানের আদালতে রিমান্ড শুনানির সময় তিনি এই দাবি করেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও সদ্য বিদায়ী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মোতারুজ্জামান এই রিমান্ডের আবেদনে বলেন, ‘আসামিরা ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে মূল রহস্য উদ্‌ঘাটন করা প্রয়োজন। দুজনের পক্ষেই আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদনের ওপর শুনানি করেন। আদালত শহীদুল হককে ৭ দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন। 

রিমান্ড শুনানির একপর্যায়ে শহীদুল হক আদালতকে বলেন, ‘আমি সম্পূর্ণ নির্দোষ। হত্যা তো দূরের কথা, এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আদালতের কাছে আমি ন্যায়বিচার চাই।’ 

তাঁকে অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে বলেও তিনি আদালতকে বলেন। তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলেছি। আমি চেষ্টা করেছি জনগণ যাতে পুলিশের হাতে হয়রানির শিকার না হয়, সে ধরনের বাহিনী গড়ে তুলতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত