Ajker Patrika

শিল্পকলা একাডেমিতে যোগ দিলেন সৈয়দ জামিল, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিল্পকলা একাডেমিতে যোগ দিলেন সৈয়দ জামিল, জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন নাট্য নির্দেশক ও শিক্ষক সৈয়দ জামিল আহমেদ। আজ মঙ্গলবার সকালে একাডেমিতে নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তা, কর্মচারী ও শিল্পীরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। 

এ সময় সংস্কৃতি অঙ্গনের সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নতুন মহাপরিচালক। 

সৈয়দ জামিল আগামী দুই বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। 

মঞ্চনাটক, প্রায়োগিক মঞ্চ নির্দেশনা, লোককথা ও সংস্কৃতি অধ্যয়নের ওপর ষাটের বেশি একাডেমিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে সৈয়দ জামিলের। নাট্যাঙ্গনের গুণী এই ব্যক্তিত্বকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্বাগত জানিয়েছেন সব স্তরের কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে একাডেমির কর্মকর্তা, শিল্পী ও কর্মচারীদের নিয়ে জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ মত বিনিময় সভা করেন নতুন মহাপরিচালক। 

নতুন মহাপরিচালকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি: সংগৃহীতএ সময় সৈয়দ জামিল বলেন, ‘একাডেমির কর্মকাণ্ডকে সব স্তরের মানুষের মাঝে আমরা পৌঁছে দিতে চাই। একাডেমির সব কাজকর্ম হবে জবাবদিহিমূলক ও স্বচ্ছ। আইন অনুযায়ী সব কর্মকাণ্ড পরিচালিত হবে। আইন ও নিয়ম–নীতিবহির্ভূত কোনো কিছুই এখানে ঘটবে না।’ 

তিনি আরও বলেন, ‘সম্প্রতি হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা ও উপজেলা শিল্পকলা একাডেমির সংস্কার ও কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।’ 

এ সময় একাডেমির কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রবিধান মালা সংশোধন, কর্মঘণ্টা নির্ধারণ, আবাসন সংকট ও এ সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন একাডেমির কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত