নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া সভায় জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।
এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র থাকবে না, থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কাছে। আজ সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে, সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে।’ তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।
এ ছাড়া সভায় জানানো হয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয় (র্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। এ জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন উপদেষ্টা রয়েছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিটি হাটে ১০০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হাট কর্তৃপক্ষের ভলান্টিয়ারেরা সাধারণত হাসিল দেখাশোনা করে। কিন্তু মলম পার্টি, ছিনতাইসহ নানা অপকর্ম ঠেকাতে আনসার সদস্য মোতায়েনের প্রয়োজন রয়েছে। তাই প্রতিটি হাটে ১০০ জন করে আনসার সদস্য নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।
মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা সাধারণ আনসার সদস্যকে যখন বিভিন্ন সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থায় নিরাপত্তাসেবাসহ সুনির্দিষ্ট দায়িত্ব পালনের জন্য একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অঙ্গীভূত করা হয়, তখন তাঁকে অঙ্গীভূত আনসার বলা হয়।
এ ছাড়া ঈদের আগে গার্মেন্টসশ্রমিকদের বেতন পরিশোধ করতে হবে বলেও জানান তিনি। তবে কেউ অবৈধ দাবি নিয়ে রাস্তা দখল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তবে এই প্রজ্ঞাপন যেসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না—তা উল্লেখ করে একটি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি এই বিধি-নিষেধ জানানো হয়েছে।
৫ মিনিট আগেনতুন সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। সোমবার (১২ মে) সিআইডি প্রধান হিসেবে যোগদান করেন তিনি। সিআইডির ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে এই তথ্য জানা যায়।
১৫ মিনিট আগেজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে পৃথক্করণ খসড়া অধ্যাদেশ না জানিয়েই অনুমোদনের পরে ফুঁসে উঠেছেন কর্মকর্তা-কর্মচারীরা। রাজস্ব খাতের প্রধান এ সংস্থার পৃথক্করণ চান না তাঁরা। এনবিআর বহাল রেখে সংস্কার চান কর্মকর্তারা। এর ধারাবাহিকতায় ঐক্য গঠন করে মঙ্গলবার থেকে আন্দোলনে নামছেন তাঁরা।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এরপরই বিকেল সাড়ে ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে কমিশন সভা হয়।
৩ ঘণ্টা আগে