Ajker Patrika

গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত

আজকের পত্রিকা ডেস্ক­
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ডাকটিকিট অবমুক্ত করেন। ছবি: প্রেস উইং
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ডাকটিকিট অবমুক্ত করেন। ছবি: প্রেস উইং

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। মূলত জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীদের যে ভূমিকা, তা তুলে ধরা হয়েছে এই ডাক টিকিটটিতে।

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করে বিশেষ স্মারক টিকিট। ছবি: প্রেস উইং
জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করে বিশেষ স্মারক টিকিট। ছবি: প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৫ বছরের ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। এ সময় আন্দোলনকারীদের সাহস ও উদ্দীপনা জুগিয়েছে কিছু চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি ও প্রতিবাদী গান। মাত্র তিন সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম তৈরি করেছিল বিপ্লবী ছাত্র-জনতা, যা সে সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত