Ajker Patrika

চলতি মাসেই শিশুদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মাসেই শিশুদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

করোনায় শিশুদের সুরক্ষায় চলতি মাসেই ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আগামী ৩০ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে শিক্ষার্থীদের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। সে অনুযায়ী পেলে এ মাসেই তাদের টিকা দেওয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ২১ কোটি টিকা কিনেছি। যা এখন প্রতি মাসেই আসছে। গতকালও ৫০ লাখ এসেছে। সব মিলিয়ে আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এ মাসে প্রায় তিন কোটি টিকা দিতে পারব বলে আশা করছি। 

জাহিদ মালেক বলেন, আমাদের ক্রয়কৃত টিকা যদি শিডিউল অনুযায়ী আসতে থাকলে আশা করা হচ্ছে প্রতি মাসেই তিন কোটির বেশি টিকা দিতে সমস্যা হবে না। চার কোটিও হতে পারে। আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে নিয়মিত টিকা পাচ্ছি। কিছুদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে আমরা টিকা কর্মসূচিতে ভালো করছি। আমরা বলেছিলাম আমাদেরকে টিকা বাড়িয়ে দেওয়ার জন্য তারাও সম্মতি দিয়েছে। 

তিনি বলেন, আমাদের স্কুল শিক্ষার্থীদের সংখ্যা প্রায় দেড় কোটির মতো। তাদের জন্য কোটি টিকা লাগবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রস্তুতি আমাদের আছে। আমাদের হাতে ফাইজারের টিকাও আছে। নতুন করে ৭২ লাখ ও ৯০ লাখ টিকার একটা শিডিউল আছে এই টিকার। যা শিগগিরই আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত