Ajker Patrika

যতটুকু আধুনিক আশা করেছিলাম উনি ততটা না, রুমিনকে টিপ্পনি নসরুল হামিদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যতটুকু আধুনিক আশা করেছিলাম উনি ততটা না, রুমিনকে টিপ্পনি নসরুল হামিদের

ভারতের তুলনায় রূপপুর পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চারগুণ ব্যয় হয়েছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর কাছে জবাব চান বিএনপি দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

এ বিদ্যুৎ কেন্দ্রটি তাঁর মন্ত্রণালয়ের অধীনে নয় উল্লেখ করে, এমন তথ্য না জানার কারণে রুমিনকে টিপ্পনি কাটেন প্রতিমন্ত্রী। তাঁকে সঠিক তথ্য জেনে প্রশ্ন করার পরামর্শ দেন নসরুল হামিদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সম্পূর্ক প্রশ্নের জবাব দিতে গিয়ে টিপ্পনি কাটেন নসরুল হামিদ।

রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বলেন, ‘আমাদের মন্ত্রীরা অতীত নিয়ে আলোচনায় যত দক্ষ, যে জবাবদিহি আমরা চাই, সেই ব্যাপারে উত্তর দিতে তাঁরা ততটা দক্ষ নন।’ তিনি হিন্দুস্তান টাইমসের উদ্ধৃতি দিয়ে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণ খরচ ভারতের তুলনায় চারগুণ বেশি বলে জানান। সেটির কারণ জানতে চান। জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে কেন স্পট মার্কেট থেকে কেনার ঝুঁকি নেওয়া হলো সেটিরও কারণ জানতে চান রুমিন ফারহানা।

জবাবে নসরুল হামিদ বলেন, ‘আমি ওনাকে যতটুকু আধুনিক আশা করেছিলাম, তিনি ততটুকু আধুনিক নন। তাঁর তথ্য জানার জন্য যে ধরনের উপাত্ত থাকার দরকার সেটাও নাই। কারণ উনি বুঝতে পারছে না পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমার মন্ত্রণালয়ের অধীনে না। প্রশ্নটা করা উচিত ছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে। আপনি বুঝতে পারছেন, সংসদ সদস্যরা কী পরিমাণ তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন করেন! সংসদ সদস্যকে অনুরোধ করব, উনি সঠিক তথ্য জেনে আসেন, কোন মন্ত্রণালয়ের জন্য কী প্রশ্ন করবেন!’

জ্বালানি তেল দীর্ঘমেয়াদি চুক্তিতে না কিনে স্পট মার্কেট থেকে কেনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গত কয়েকবার আগে আমরা যখনই দীর্ঘমেয়াদি চুক্তি করেছি সকলেই মিলে সমালোচনা করেছেন। কেন স্পট মার্কেট থেকে ৫ ডলারে না কিনে, দীর্ঘমেয়াদে গেলাম। এখন আবার সেটাকে উল্টিয়ে বলতে চাচ্ছেন কেন আমরা দীর্ঘমেয়াদে গেলাম না।’

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...