Ajker Patrika

করোনায় মৃতদের ৬৮ ভাগই পুরুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০: ১১
করোনায় মৃতদের ৬৮ ভাগই পুরুষ

দেশে করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে শনাক্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে। এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। চলতি বছর ভারতীয় ধরন বা ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় প্রাণহানির সংখ্যা ২০০ পেরিয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৬ মাসে করোনায় মৃত ব্যক্তির তালিকায় পুরুষের সংখ্যা বেশি, প্রায় ৬৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এ পর্যন্ত ২০ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ মারা গেছেন ১৪ হাজার ৩ জন। যা শতকরা হারে ৬৭ দশমিক ৭০ শতাংশ। মৃত ব্যক্তির বাকি ৬ হাজার ৬৮২ জন নারী। ২৪ ঘণ্টায় ২১৮ জনের মৃত্যুর বিশ্লেষণেও একই চিত্র দেখা যায়। এই তালিকায় পুরুষের মৃত্যু হয়েছে ১৩৪ জনের। আর নারী ৮৪ জন।

 সার্বিক চিত্র
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬৪৯টি সক্রিয় ল্যাবে ৩০ হাজার ৯৮০টি পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ আসে ৯ হাজার ৩৬৯টি। সে হিসাবে রোগী শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ।

গত শুক্রবার ৪৫ হাজার ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৮৬২টি করোনা-ভাইরাস পজিটিভ আসার কথা জানানো হয়। সে হিসাবে আক্রান্ত শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৭৭ শতাংশ।

এই সময়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৬৭ জন। আর খুলনা বিভাগে ২৭, চট্টগ্রাম বিভাগে ৫৫, রাজশাহীতে ২২, বরিশালে ১০, সিলেটে ৯, রংপুরে ১৬ ও ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।

এক দিনে করোনায় মৃত ২১৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৫৬, বেসরকারি হাসপাতালে ৪৯ জন, বাসায় মারা গেছেন ১৩ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ১৭ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১০ লাখ ৭৮ হাজার ২১২, যেখানে এখন পর্যন্ত করোনভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত