Ajker Patrika

কারাগার এলাকায় ড্রোন ব্যবহার নিয়ে সতর্ক করল কারা অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইনগতভাবে কারা এলাকায় সব প্রকার ড্রোন ওড়ানো ও ব্যবহার নিষিদ্ধ। তারপরও কিছু ব্যক্তি কারা এলাকায় ড্রোন ব্যবহার করে ভিডিও তৈরি করছে, যা বেআইনি বলে জানিয়েছে কারা অধিদপ্তর। তাই সবাইকে কারা এলাকায় ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আজ রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যায় কারা অধিদপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) জান্নাতুল ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, আইনগতভাবেই কারা এলাকায় ড্রোন ওড়ানো বেআইনি, তাই সবাইকে ড্রোন ব্যবহার না করার জন্য অনুরোধ জানিয়েছে কারা অধিদপ্তর।

এর আগে কুষ্টিয়া জেলা কারাগার নিয়ে ড্রোন ব্যবহার করে একটি ভিডিও কনটেন্টটি তৈরি করেন একজন কনটেন্ট ক্রিয়েটর। কারা অধিদপ্তর ডকুমেন্টসকে মিথ্যা ও গুজব বলে দাবি করেছে। এ ধরনের কনটেন্ট তৈরি না করার জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত