Ajker Patrika

যুক্তরাষ্ট্রে ইমরান ও ভারতে মোস্তাফিজুর বাংলাদেশের মিশন প্রধান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রে ইমরান ও ভারতে মোস্তাফিজুর বাংলাদেশের মিশন প্রধান

মোহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর সেই সঙ্গে মো. মোস্তাফিজুর রহমানকে ভারতে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ ইমরান বর্তমানে ভারতে বাংলাদেশ হাইকমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। ১৯৮৬ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া এ কর্মকর্তা মন্ত্রণালয়ে কাজ করার পাশাপাশি সৌদি আরব, কানাডা, জার্মানিতে বাংলাদেশ মিশনে কাজ করেছেন। এ ছাড়া ভারতের কলকাতায় উপহাইকমিশনার এবং সংযুক্ত আরব আমিরাত ও উজবেকিস্তানে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাস করা মোহাম্মদ ইমরান জার্মানি থেকে কূটনীতি এবং ইতালি থেকে মানবিক আইনে পড়াশোনা করেছেন। 

এদিকে মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হচ্ছেন বর্তমানে সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান। পররাষ্ট্র ক্যাডারের ১১ ব্যাচের এ কর্মকর্তা ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও ভারতে বিভিন্ন পদে কাজ করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগে কাজ করার পাশাপাশি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন মো. মোস্তাফিজুর রহমান। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পাস করা এ কূটনীতিক লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক আইনে স্নাতকোত্তর এবং ফ্রান্স থেকে স্নাতকোত্তর পরবর্তী ডিপ্লোমা অর্জন করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত