Ajker Patrika

ব্রাসেলসে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

বাসস, ঢাকা
ব্রাসেলসে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভার্চুয়াল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন করেছে।’ আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানকার সময় অনুযায়ী গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানের দুই পর্বে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাবের পরিচালনায় এবং ‘ধৃতি নৃর্তনালয়ের পরিবেশনায় দু’টি নৃত্যালেখ্য উপস্থাপন করা হয়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংগীত ও কবিতার ওপর ভিত্তি করে ‘ঋতু রঙ্গ’ এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও কবিতার আলোকে ‘জাগো জ্যোতির্ময়’-দু’টি নৃত্যালেখ্য ভার্চুয়ালি পরিবেশিত হয়। 

এ সময় রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ সূচনা বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা সাহিত্যের ক্ষণজন্মা দুই দিকপাল-রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। এ ছাড়া, রাষ্ট্রদূত সালেহ্ বিদেশি দর্শক-শ্রোতাদের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, জীবন ও দর্শনের নানা দিকের কাব্যিক বর্ণনা ইংরেজিতে তুলে ধরেন। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দর্শক-শ্রোতাদের কাছে রবীন্দ্রনাথ ও নজরুলকে নতুনভাবে উপস্থাপনের দূতাবাসের প্রয়াসটি একান্তভাবে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ ও বর্ণিল সাহিত্য-সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার ধারাবাহিক প্রয়াসের অংশ হিসেবে দূতাবাস এই অনুষ্ঠানের আয়োজন করে। 

কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে রবীন্দ্র-নজরুল জয়ন্তীর অনুষ্ঠানটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত