নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা সরকারের হাতে না। তার বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আইন করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু কোভিডের কারণে সংসদ অধিবেশন বসছে না। তাই সার্চ কমিটি রয়েছে, সার্চ কমিটি দিয়েই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে।’
রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সার্চ কমিটির মাধ্যমেই এবারের নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি এটি করছেন, সেহেতু এটি আইনের মতোই। কোভিডের কারণে এত অল্প সময়ের মধ্যে আইন করা সম্ভব নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের বিষয়ে দীর্ঘদিনেও কমিশন গঠন না করার বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, কমিশন গঠনে উদ্যোগ গ্রহণের পরপরই মহামারি করোনা দেখা দিয়েছে। তাই করোনার দিকে গুরুত্ব দেওয়ায় কমিশনের বিষয়ে সুযোগ হয়নি। তবে কমিশন হবে।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার প্রসঙ্গে আনিসুল হক বলেন, কোনো বিচারাধীন বিষয়ে আমি মন্তব্য করব না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলানা করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধুর পরিবার, সরকার, বিচার বিভাগ ও দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো বিদেশে অবস্থানরত সাইবার অপরাধীদের আইনের আওতায় আনার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
খালেদা জিয়ার স্থায়ী মুক্তির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা সরকারের হাতে না। তার বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন।
মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আইন করার প্রয়োজনীয়তা আছে। কিন্তু কোভিডের কারণে সংসদ অধিবেশন বসছে না। তাই সার্চ কমিটি রয়েছে, সার্চ কমিটি দিয়েই আগামী নির্বাচন কমিশন গঠন করা হবে।’
রাষ্ট্রপতির তত্ত্বাবধানে সার্চ কমিটির মাধ্যমেই এবারের নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে উল্লেখ করে আইনমন্ত্রী আরও বলেন, ফেব্রুয়ারিতে বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি এটি করছেন, সেহেতু এটি আইনের মতোই। কোভিডের কারণে এত অল্প সময়ের মধ্যে আইন করা সম্ভব নয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে ষড়যন্ত্রকারীদের বিষয়ে দীর্ঘদিনেও কমিশন গঠন না করার বিষয় জানতে চাইলে মন্ত্রী বলেন, কমিশন গঠনে উদ্যোগ গ্রহণের পরপরই মহামারি করোনা দেখা দিয়েছে। তাই করোনার দিকে গুরুত্ব দেওয়ায় কমিশনের বিষয়ে সুযোগ হয়নি। তবে কমিশন হবে।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিচার প্রসঙ্গে আনিসুল হক বলেন, কোনো বিচারাধীন বিষয়ে আমি মন্তব্য করব না।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরাসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলানা করেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সনদ চূড়ান্ত করা হবে।
২৮ মিনিট আগেসাবেক এমপির স্ত্রীর জমি ক্রোকের নির্দেশ চেয়ে দুদকের সহকারী পরিচালক নুরুল ইসলাম আবেদনে বলেন, নরসিংদীর বিভিন্ন মৌজায় আফরোজা সুলতানার জমি রয়েছে। তিনি অবৈধভাবে এসব সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আফরোজা সুলতানা এসব সম্পদ যেকোনো সময় বিক্রয়, হস্তান্তর ও স্থানান্তর করতে পারে
১ ঘণ্টা আগেদুদকের করা মামলার অভিযোগে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার একাধিক কর্মকর্তার সহায়তায় ‘দ্য ডেলটা অ্যাকসেসরিজ লিমিটেড’ নামের প্রতিষ্ঠান ৯টি হিসাবের মাধ্যমে ব্যাংক থেকে প্রায় ৫৮ কোটি ৯০ লাখ টাকার ঋণ নেয়; সুদ, চার্জসহ যা ২০২৩ সালের ২৬ নভেম্বর পর্যন্ত দাঁড়ায় ১৫৯ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্য
২ ঘণ্টা আগেবিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কর্মকর্তাদের সেবার মনোবৃত্তি নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদেশে বাংলাদেশ মিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ে
২ ঘণ্টা আগে