বিশেষ প্রতিনিধি, ঢাকা
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মচারীরা। আগামী রোববার (১ জুন) তিনজন উপদেষ্টাকে এবং সোমবার (২ জুন) দুইজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
আজ বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এবং সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর মাঠ পর্যায়ে থেকে প্রতিষ্ঠান ও সংস্থা প্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
নূরুল ইসলাম বলেন, ‘আগামী রোববার আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব। একটা ভালো ফলাফল নিয়ে ঈদটা উদযাপন করব।’
তিনি বলেন, ‘আলোচনা যাই হোক আমাদের একটা টাইমফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকব না। ঈদের আগে আমাদের হাতে সময় আছে চার দিন। প্রধান উপদেষ্টা মহোদয়ের আগামী শনিবার দেশে আসার কথা শুনেছি। সে ক্ষেত্রে রোববার আমাদের আশাব্যঞ্জক একটি খবর পাওয়ার কথা। তারপরও আমরা আন্দোলন থেকে সরে যাইনি, সরে যাব না।’
সরকারি চাকরি অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারলে সরকার অভিন্ন নীতিমালা কর্মচারীদের ওপর চাপিয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন কর্মচারী নেতা নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘আশা করি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য সচিবেরা প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে আমাদেরকে একটি ভালো রেজাল্ট দিবেন, আমরা সেই প্রত্যাশায় থাকব।’
উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত শনি ও রোববার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা। এর মধ্যেই রোববার রাতে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার।
এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার সুযোগ তৈরি হয়েছে।
এর প্রতিবাদে কর্মচারীরা গত সোম ও মঙ্গলবার সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেন। এরপর মঙ্গলবার দুপুরে সরকারের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। সচিবদের আশ্বাসে গত বুধবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছিলেন তাঁরা।
কর্মচারী নেতাদের সঙ্গে সচিবদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের দাবির বিষয়টি গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন সচিবেরা। রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব তাকে কর্মচারীদের দাবির বিষয়টি অবগত করবেন।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এখন সে অবস্থান থেকে সরে এসে উপদেষ্টাদের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছেন তাঁরা।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতির কর্মসূচি থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত কর্মচারীরা। আগামী রোববার (১ জুন) তিনজন উপদেষ্টাকে এবং সোমবার (২ জুন) দুইজন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তাঁরা।
আজ বৃহস্পতিবার এক ঘণ্টার কর্মবিরতি পালন শেষে সচিবালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম এই তথ্য জানান।
তিনি বলেন, চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রোববার উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মুহাম্মদ ফাওজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে এবং সোমবার উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আর মাঠ পর্যায়ে থেকে প্রতিষ্ঠান ও সংস্থা প্রধানদের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
নূরুল ইসলাম বলেন, ‘আগামী রোববার আমরা ইতিবাচক খবর পেলে সব কর্মসূচি প্রত্যাহার করে নেব। একটা ভালো ফলাফল নিয়ে ঈদটা উদযাপন করব।’
তিনি বলেন, ‘আলোচনা যাই হোক আমাদের একটা টাইমফ্রেম থাকতে হবে। আমরা তো আজীবন অপেক্ষায় থাকব না। ঈদের আগে আমাদের হাতে সময় আছে চার দিন। প্রধান উপদেষ্টা মহোদয়ের আগামী শনিবার দেশে আসার কথা শুনেছি। সে ক্ষেত্রে রোববার আমাদের আশাব্যঞ্জক একটি খবর পাওয়ার কথা। তারপরও আমরা আন্দোলন থেকে সরে যাইনি, সরে যাব না।’
সরকারি চাকরি অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারলে সরকার অভিন্ন নীতিমালা কর্মচারীদের ওপর চাপিয়ে দেবে বলে শঙ্কা প্রকাশ করেন কর্মচারী নেতা নূরুল ইসলাম।
তিনি বলেন, ‘আশা করি মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবসহ সংশ্লিষ্ট অন্যান্য সচিবেরা প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে আমাদেরকে একটি ভালো রেজাল্ট দিবেন, আমরা সেই প্রত্যাশায় থাকব।’
উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত শনি ও রোববার সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা। এর মধ্যেই রোববার রাতে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার।
এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিচ্যুত করার সুযোগ তৈরি হয়েছে।
এর প্রতিবাদে কর্মচারীরা গত সোম ও মঙ্গলবার সচিবালয়ে নজিরবিহীন বিক্ষোভ করেন। এরপর মঙ্গলবার দুপুরে সরকারের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। সচিবদের আশ্বাসে গত বুধবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছিলেন তাঁরা।
কর্মচারী নেতাদের সঙ্গে সচিবদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের দাবির বিষয়টি গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন সচিবেরা। রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব তাকে কর্মচারীদের দাবির বিষয়টি অবগত করবেন।
সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এখন সে অবস্থান থেকে সরে এসে উপদেষ্টাদের স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নিয়েছেন তাঁরা।
যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৩৫৬) বাতিল করা হয়েছে। স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেপদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ঋণচুক্তির সময় ডিপিপিতে (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) উল্লেখ না থাকা কিছু কাজ পরে প্রয়োজনে যুক্ত হয়েছে। বাড়তি এসব কাজে খরচ হয়েছে ৭৭ মিলিয়ন মার্কিন ডলার (ডলারের বর্তমান বিনিময়হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি টাকা)। এই টাকা ঋণ দিতে অস্বীকৃতি জানিয়েছে প্রকল্পটিতে
১০ ঘণ্টা আগেজুলাই সনদের আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে, তা নিয়ে আজ রোববার (১০ আগস্ট) থেকে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সেখানে তাঁরা প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের মতামত, গণভোট ও অধ্যাদেশ জারির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বলে একাধিক সূত্রে জানা
১৫ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে। দেশটির শ্রম বাজারের বাংলাদেশ থেকে সর্বোচ্চ জনশক্ত
১৫ ঘণ্টা আগে