Ajker Patrika

আপনার মনের অবস্থা বুঝতে পারছি: শিশু আয়ানের বাবাকে স্বাস্থ্যমন্ত্রীর সান্ত্বনা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২০: ৩৪
আপনার মনের অবস্থা বুঝতে পারছি: শিশু আয়ানের বাবাকে স্বাস্থ্যমন্ত্রীর সান্ত্বনা

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবার। এ সময় সন্তান হারানো বাবাকে সান্ত্বনা দিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন মন্ত্রী। 

আজ মঙ্গলবার বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে দেখা করে আয়ানের পরিবার। 

দুপুরে সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবারের সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আয়ানের বাবা ঘটনার বর্ণনা দেন এবং দোষীদের শাস্তি দাবি করেন। 

এ সময় আয়ানের বাবার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কারণ আমিও একজন বাবা। আপনার যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তবে দোষী ব্যক্তি যদি শাস্তি পায় তবে কিছুটা হলেও সান্ত্বনা পাবেন। আমি যতদূর জানি, এই ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, কোনো ভুল চিকিৎসা বা কারওর গাফিলতি যদি এ ক্ষেত্রে থাকে তবে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। 

আয়ানের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির কার্যক্রম প্রসঙ্গে সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানান, আজ বুধবার তদন্ত কমিটির এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। 

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, বিএইচআরএফের সভাপতি রাশেদ রাব্বি, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত