নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন চাইলেই বিশেষ লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বেশি সংক্রমণের জেলাগুলোতে বিশেষ লকডাউন নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (স্বাস্থ্য অধিদপ্তরের) চিঠিটা এখনো পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়রদের বলেই দেওয়া আছে-যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয়, সে ক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা (লকডাউন) করে দিতে পারবেন।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে, উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন-চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে। আমরা ডিস্ট্রিক্টগুলোকে বলে দিয়েছি, যদি মনে করে পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকা লকডাউন করতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, এত দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এই সময়ে যদি পুরোপুরি লকডাউন হয় তখন কি হবে? এগুলোও বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই দেওয়া যাবে।
সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় বিশেষ লকডাউন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
বিশেষ লকডাউন নিয়ে মন্ত্রিসভার কোনো অনুশাসন আছে কিনা, এই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, কেবিনেট ওই কথাই বলেছে। একটা লকডাউন চলছে, আর যদি কোনো লোকাল জায়গায় মনে হয় লকডাউন দেওয়া যাবে। গত বছরও আমরা কোনো কোনো জায়গায় লকডাউন করেছি।
ঢাকা: দেশের যেসব অঞ্চলে করোনাভাইরাসের সংক্রমণ বেশি হচ্ছে সেখানকার স্থানীয় প্রশাসন চাইলেই বিশেষ লকডাউন ঘোষণা করতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বেশি সংক্রমণের জেলাগুলোতে বিশেষ লকডাউন নিয়ে এক প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (স্বাস্থ্য অধিদপ্তরের) চিঠিটা এখনো পাইনি। অলরেডি ডেপুটি কমিশনার (ডিসি), সিভিল সার্জন, চেয়ারম্যান বা মেয়রদের বলেই দেওয়া আছে-যদি আপনারা মনে করেন কোনো জায়গা হার্মফুল হয়, সে ক্ষেত্রে আপনাদের কমফোর্ট অনুযায়ী এটা (লকডাউন) করে দিতে পারবেন।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইচ্ছা করলে স্থানীয় জেলা প্রশাসন লকডাউন ঘোষণা করতে পারবে, উনাদের আগেই বলে দেওয়া হয়েছে। যেমন-চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওখান থেকেই সাজেশন এসেছে। আমরা ডিস্ট্রিক্টগুলোকে বলে দিয়েছি, যদি মনে করে পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকা লকডাউন করতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে।
আনোয়ারুল ইসলাম বলেন, এত দিন ধরে লকডাউন, নর্থ বেঙ্গলে এখন আমের মৌসুম। এই সময়ে যদি পুরোপুরি লকডাউন হয় তখন কি হবে? এগুলোও বিবেচনায় আছে। তবে যদি হার্মফুল মনে করি তাহলে সেটা অবশ্যই দেওয়া যাবে।
সোমবারের মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় বিশেষ লকডাউন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
বিশেষ লকডাউন নিয়ে মন্ত্রিসভার কোনো অনুশাসন আছে কিনা, এই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, কেবিনেট ওই কথাই বলেছে। একটা লকডাউন চলছে, আর যদি কোনো লোকাল জায়গায় মনে হয় লকডাউন দেওয়া যাবে। গত বছরও আমরা কোনো কোনো জায়গায় লকডাউন করেছি।
আপাতত পরিবেশ মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়াই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থাপন’ প্রকল্প অনুমোদন করেছে সরকার। আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিবেশ ছাড়পত্র নেওয়ার শর্তে সিরাজগঞ্জের ৫১৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে প্রকল্পটি অনুমোদিত হয়।
৪ ঘণ্টা আগেকক্সবাজার থেকে অসুস্থ হয়ে ঢাকায় ফেরার পরদিন রাজধানী স্কয়ার হাসপাতালে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করা হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক।
৪ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইনে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় আশ্রয় নিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন। রোহিঙ্গাবিষয়ক জাতীয় টাস্কফোর্সের (এনটিএফ) এক সভায় বিষয়টি জানানো হয়।
৫ ঘণ্টা আগেঅর্থনীতিবিদ ড. আবুল বারকাতের মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছেন মানবাধিকারকর্মী, শিক্ষক, আইনজীবীসহ ১২২ জন নাগরিক। তাঁরা মনে করেন, আবুল বারকাতকে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানান তাঁরা।
৬ ঘণ্টা আগে