নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফুফাতো বোন ফিরোজা বেগমকে দেখতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান। সেখানে তাঁরা বেশ কিছু সময় কাটান। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুফাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। তাঁর আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ। ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার বিষয়টি গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নিক্সন চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়...’
ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায়। আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ পোস্টে ১৭ হাজারের বেশি লাইক ও ১ হাজারের বেশি কমেন্ট পড়ে।
বিষয়টি জানতে নিক্সন চৌধুরীর ব্যক্তিগত নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।
২০১৬ সালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। তারিন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য।
নিক্সন চৌধুরী ২০১৪ সালের ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। এরপর বিগত দুই নির্বাচনেও তিনি স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করেন। নিক্সন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।
ফুফাতো বোন ফিরোজা বেগমকে দেখতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান। সেখানে তাঁরা বেশ কিছু সময় কাটান। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুফাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। তাঁর আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ। ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার বিষয়টি গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নিক্সন চৌধুরী।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়...’
ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায়। আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ পোস্টে ১৭ হাজারের বেশি লাইক ও ১ হাজারের বেশি কমেন্ট পড়ে।
বিষয়টি জানতে নিক্সন চৌধুরীর ব্যক্তিগত নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি।
২০১৬ সালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। তারিন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য।
নিক্সন চৌধুরী ২০১৪ সালের ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। এরপর বিগত দুই নির্বাচনেও তিনি স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করেন। নিক্সন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।
স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুত প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল’ শীর্ষক এক
১৪ মিনিট আগেজাতির বৃহত্তর স্বার্থে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫ প্রত্যাশিত বলে অভিমত দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫-এর কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট নিষ্পত্তির পূর্ণাঙ্গ আদেশে এমন অভিমত এসেছে।
১৮ মিনিট আগে৬ মে রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত বছর অভ্যুত্থানের সময় আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে একটি মামলার আসামি তিনি। তিনি দেশ ছেড়েছেন বলে অনেক গণমাধ্যম সংবাদ প্রকাশের পর সরকার তাঁর বিদেশগমন নিয়ে তদন্তে নেমেছে।
২ ঘণ্টা আগেশেষ মুহূর্তে স্থগিত হলো ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান। রাষ্ট্রপতির জরুরি কর্মব্যস্ততার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার।
৩ ঘণ্টা আগে