Ajker Patrika

ফুফাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ মে ২০২৪, ১৭: ৩৯
ফুফাতো বোনকে দেখতে নিক্সন চৌধুরীর বাসায় প্রধানমন্ত্রী

ফুফাতো বোন ফিরোজা বেগমকে দেখতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বাসায় গিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী নিক্সন চৌধুরীর বনানীর বাসায় যান। সেখানে তাঁরা বেশ কিছু সময় কাটান। নিক্সন চৌধুরী প্রধানমন্ত্রীর ফুফাতো বোন ফিরোজা বেগমের ছোট ছেলে। তাঁর আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদের চিফ হুইপ। ফিরোজা বেগমের স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরী সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। তিনিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

প্রধানমন্ত্রীর বাসায় যাওয়ার বিষয়টি গতকাল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন নিক্সন চৌধুরী।

ফুফাতো বোন ফিরোজা বেগমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এ ছাড়া আছেন নিক্সন চৌধুরী আর তাঁর স্ত্রী। ছবি: ফেসবুক থেকে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে গতকাল শনিবার রাতে আমাদের বনানীর বাসায়...’

ফেসবুক পোস্টটিতে সাতটি ছবি যুক্ত করেছেন নিক্সন। ছবিতে শেখ হাসিনা ও শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরীর মা, স্ত্রী ও ছেলে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশকে দেখা যায়। আজ সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ পোস্টে ১৭ হাজারের বেশি লাইক ও ১ হাজারের বেশি কমেন্ট পড়ে।

ফুফাতো বোন ফিরোজা বেগমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এ ছাড়া আছেন নিক্সন চৌধুরী আর তাঁর স্ত্রী। ছবি: ফেসবুক থেকে বিষয়টি জানতে নিক্সন চৌধুরীর ব্যক্তিগত নম্বরে কল দিলেও তিনি রিসিভ করেননি। 

২০১৬ সালে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর মেয়ে দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনকে বিয়ে করেন নিক্সন চৌধুরী। তারিন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য। 

শেখ রেহানার সঙ্গে নিক্সন চৌধুরী আর তাঁর স্ত্রী। ছবি: ফেসবুক থেকে নিক্সন চৌধুরী ২০১৪ সালের ফরিদপুর-৪ আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। এরপর বিগত দুই নির্বাচনেও তিনি স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী কাজী জাফর উল্যাহকে পরাজিত করেন। নিক্সন চৌধুরী বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত