বাঘ, সিংহ, হাতি, সাম্বার হরিণ, জলহস্তী, মায়া হরিণ, চিত্রা হরিণ, জিরাফ, জেব্রা, ভালুক, নীলগাই, গয়াল, কুমিরসহ বিভিন্ন প্রাণী অবাধে ঘুরে বেড়াচ্ছে। নিরাপদে এই দৃশ্য দেখা যায় আমাদের দেশে। আর দেখতে হলে এক দিনের জন্য ঘুরে আসা যাবে গাজীপুর সাফারি পার্ক। বিমানে তরল দ্রব্য ৩ দশমিক ৪ আউন্সের বেশি নেওয়া যাবে না। কন্টাক্ট লেন্স সলিউশন, শ্যাম্পু, মেকআপ পণ্য, তরল ওষুধ, নেইলপলিশ, পারফিউম বা কোলোন, ফেস টোনার, হেয়ার জেল, হ্যান্ড স্যানিটাইজার, টুথপেস্ট, ফেস সেরাম রাখা যেতে পারে ক্যারি অন ব্যাগে।